ফেনী-২ সদর আসনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য লিয়াকত আলী ভূঁইয়ার পরিবর্তে আমার বাংলাদেশ (এবি) পার্টি (Amar Bangladesh Party)–র চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু (Mujibur Rahman Monju)–কে মনোনয়ন দিয়েছে দলটি। সম্প্রতি জামায়াতে ইসলামীর (Jamaat-e-Islami) নেতৃত্বাধীন ১২ দলীয় জোট ঘোষণার পর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
জামায়াতের এই সিদ্ধান্তে ফেনী-২ এলাকার অনেক নেতা-কর্মী ও লিয়াকতের অনুসারীরা হতাশা প্রকাশ করেছেন। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে মঞ্জুর প্রার্থিতার সমালোচনা করে, দীর্ঘদিন ধরে মাঠে থাকা একজন জনপ্রিয় নেতাকে বাদ দেওয়াকে অযৌক্তিক বলছেন। অনেকেই লিখেছেন, “পরীক্ষিত একজন ত্যাগী নেতাকে বাদ দিয়ে বাইরের একজনকে প্রার্থী করা আমাদের জন্য অপমানজনক।”
এ বিষয়ে ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমির মুফতি আব্দুল হান্নান জানান, “অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া এই জনপদে একজন পরিচ্ছন্ন রাজনৈতিক নেতা হিসেবে সুপরিচিত। তিনি বহু বছর ধরে জনসেবামূলক কাজে নিজেকে উৎসর্গ করেছেন। তার প্রার্থীতা প্রত্যাহার দলীয় সমর্থকদের জন্য কিছুটা হতাশাজনক হলেও আমরা বৃহত্তর ঐক্যের স্বার্থে এই সিদ্ধান্ত মেনে নিয়েছি।”
তিনি আরও বলেন, “আমরা সাংগঠনিক সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রদর্শনের নজির স্থাপন করবো। বৃহৎ রাজনৈতিক মঞ্চে জোটগত সমন্বয় ও কৌশলগত অবস্থানের বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”


