জামায়াতের কাছে যে ২৫ আসনে ছাড় চাইল এনসিপি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) (National Citizen Party) মাঠে নামছে বাংলাদেশ জামায়েতে ইসলামী (Bangladesh Jamaat-e-Islami)–সহ সমমনা আট দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে। ভোটের লড়াইয়ে অংশ নিতে জামায়াতের কাছে ২৫টি আসন চেয়েছে এনসিপি।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে এনসিপির এক শীর্ষস্থানীয় নেতা সংবাদমাধ্যম বাংলাদেশ প্রতিদিন–কে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আলোচনার মাধ্যমে আসন ভাগাভাগি ও প্রার্থী নির্ধারণে কাজ চলছে।

সূত্র জানায়, এনসিপি ইতোমধ্যেই সম্ভাব্য প্রার্থীদের তালিকা তৈরি করেছে। এর মধ্যে আছেন—নাহিদ ইসলাম (ঢাকা-১১), জাভেদ রাসিন (ঢাকা-০৯), ইঞ্জিনিয়ার নাবিলা তাহসিন (ঢাকা-২০), দিলশানা পারুল (ঢাকা-১৯), নাসিরউদ্দিন পাটোয়ারী (ঢাকা-০৮), সার্জিস আলম (পঞ্চগড়-০১), আব্দুল আহাদ (দিনাজপুর-০৬), আখতার হোসেন (রংপুর-০৪), আতিক মুজাহিদ (কুড়িগ্রাম-০২) ও সাইফ মুস্তাফিজ (সিরাজগঞ্জ-০৬)।

এছাড়া আরও অন্তত ১৩ প্রার্থী বিভিন্ন আসন থেকে নির্বাচনে অংশ নিতে আগ্রহী। যাদের মধ্যে রয়েছেন—নেত্রকোনা থেকে ডা. জাহেদুল, ব্রাহ্মণবাড়িয়া থেকে আশরাফউদ্দিন মাহদি, নারায়ণগঞ্জ থেকে আব্দুল্লাহ আল আমিন, বান্দরবান থেকে সুজাউদ্দৌলা, কুমিল্লা থেকে হাসনাত আবদুল্লাহ, নোয়াখালী থেকে হান্নান মাসুদ, বরিশাল থেকে আরিফ আদিব, ঝালকাঠি থেকে ডা. মাহমুদা মিতু, লক্ষ্মীপুর থেকে মাহবুব আলম, নোয়াখালী থেকে সুলতান জাকারিয়া, নরসিংদী থেকে সরোয়ার তুষার, মৌলভীবাজার থেকে প্রীতম দাশ ও চট্টগ্রাম থেকে জোবায়রুল আরিফ।

তবে এ ১৩ প্রার্থীর নির্দিষ্ট আসন বা নির্বাচনী এলাকা এখনো চূড়ান্ত নয় বলে জানা গেছে।

এদিকে, জামায়াতের সঙ্গে আরও পাঁচটি আসন নিয়ে আলোচনা চলছে বলে এনসিপি নেতারা জানিয়েছেন। সমঝোতা সফল হলে সেই আসনগুলোতেও প্রার্থী দেবে দলটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *