আনুষ্ঠানিক ঘোষণা এভারকেয়ার হাসপাতালে
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া (Khaleda Zia)-এর মুত্যুতে সাত দিনব্যাপী শোক পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (Bangladesh Nationalist Party)। মঙ্গলবার সকাল ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী (Ruhul Kabir Rizvi)।
শোক কর্মসূচির বিস্তারিত
সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, আগামী সাত দিনব্যাপী দলের সব স্তরের নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন। একইসঙ্গে বিএনপির প্রতিটি কার্যালয়ে কোরআন খতম ও দোয়া মাহফিল আয়োজন করা হবে। শোক প্রকাশের অংশ হিসেবে দলের কেন্দ্রীয় কার্যালয় নয়া পল্টন এবং গুলশান কার্যালয়ে শোক বই খোলা থাকবে।
দাফন-কাফনের সময়সূচি পরে জানানো হবে
বিএনপির এই নেতা আরও জানান, খালেদা জিয়ার দাফন কাফনের সময়সূচি পরবর্তীতে জানানো হবে। এ বিষয়ে দলীয়ভাবে প্রস্তুতি ও আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণের পর বিস্তারিত তথ্য গণমাধ্যমকে অবহিত করা হবে বলে তিনি উল্লেখ করেন।


