বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (Begum Khaleda Zia)-র জানাজা ও দাফন না হওয়া পর্যন্ত দেশের চলমান গণভোট বিষয়ক সরকারি প্রচারণা বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন গণভোট সচেতনতা কার্যক্রমের মুখ্য সমন্বয়ক ড. আলী রীয়াজ।
মঙ্গলবার সকালে তিনি জানান, “খালেদা জিয়ার জানাজা ও দাফন সম্পন্ন না হওয়া পর্যন্ত সব ধরনের প্রচারণা বন্ধ থাকবে।”
তিনি আরও বলেন, সরকার গণভোটের দিন সম্পর্কে জনগণকে সচেতন করতে যেভাবে দেশব্যাপী প্রচার চালাচ্ছে, তা আপাতত স্থগিত থাকবে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে একইসঙ্গে একটি গণভোটও আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই গণভোটে জুলাই সনদ বিষয়েও জনমত নেওয়া হবে। এ উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়সহ মোট ১৯টি মন্ত্রণালয় মিলে ব্যাপক প্রচার কার্যক্রম চালিয়ে আসছিল।
তবে বিএনপি নেত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোরে মারা যান। তার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রাষ্ট্রীয় কর্মসূচি নির্ধারণে এদিন বিশেষ বৈঠকে বসেছে উপদেষ্টা পরিষদ, যেখানে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus)।
বেলা ১২টার পর প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দিয়ে খালেদা জিয়ার দাফন ও রাষ্ট্রীয় সম্মান জানানো সংক্রান্ত কর্মসূচি ঘোষণা করতে পারেন বলে জানা গেছে।


