বিএনপি (BNP) চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) দেশজুড়ে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা শহরে আয়োজিত এসব জানাজায় অংশ নিয়েছেন বিএনপির নেতাকর্মী, সাধারণ মানুষ ও নানা শ্রেণি-পেশার জনগণ। জানাজা শেষে অনেকেই অশ্রুসিক্ত চোখে প্রার্থনায় অংশ নেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।
**বগুড়া
বিকেল সাড়ে ৩টায় বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এখানে দলমত নির্বিশেষে হাজারো মানুষ অংশ নেন। আবেগঘন পরিবেশে অনেকে কাঁদতে কাঁদতে খালেদা জিয়ার জন্য দোয়া করেন।
সিলেট:
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা। উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
রাঙ্গামাটি:
রাঙ্গামাটির জেলা বিএনপির উদ্যোগে এলইডি স্ক্রিনে ঢাকায় সরাসরি সম্প্রচার হওয়া জানাজা দেখানো হয়। দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ সেই জানাজায় ভার্চুয়ালি অংশ নেন, সম্মান জানান সাবেক প্রধানমন্ত্রীকে।
ময়মনসিংহ:
ঈশ্বরগঞ্জে বড় খেলার মাঠে দুপুর ২টা ৩০ মিনিটে জানাজা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আয়োজনে জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
কুষ্টিয়া:
ভেড়ামারা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বাদ জোহর অনুষ্ঠিত হয় গায়েবানা জানাজা। মাওলানা নাহিদুল ইসলাম ইমামতি করেন। জানাজায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।
রংপুর:
কালেক্টরেট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জানাজায় নেতৃত্ব দেন হাফেজ মাওলানা মো. হামিদুল ইসলাম। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য কাওছার জামান বাবলা, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম ও পুলিশ কমিশনার মজিদ আলী। ২ হাজারেরও বেশি মানুষ জানাজায় অংশগ্রহণ করেন।
রাজবাড়ী:
খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত জানাজায় সবস্তরের মানুষ অংশ নেন। জানাজা পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করা হয়।
পঞ্চগড়:
বোদা উপজেলার সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত জানাজায় সর্বস্তরের মানুষ অংশ নেন। মোনাজাতে তাঁর রূহের শান্তি কামনা করা হয়।
দেশের বিভিন্ন প্রান্তে এই জানাজাগুলোর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রীই নন—তিনি ছিলেন কোটি মানুষের ভালোবাসার প্রতীক। জানাজায় অংশ নেওয়া মানুষরা শোকের পাশাপাশি তাঁর অবদানের স্বীকৃতি জানান।


