নরসিংদীর দুই আসনে ইসলামী আন্দোলন আর জাপার দুই প্রার্থী সহ চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাচাই-বাছাই প্রক্রিয়ায় নরসিংদী-২ (পলাশ) ও নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের চারজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার, ১ ডিসেম্বর নির্ধারিত যাচাই-বাছাই দিনে বিভিন্ন শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় সংশ্লিষ্ট প্রার্থীরা প্রাথমিক নির্বাচন থেকে ছিটকে পড়েন।

এর আগে, ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে নরসিংদী-২ (পলাশ) আসনে মোট আটজন এবং নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে নয়জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দেন।

বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন—নরসিংদী-২ (পলাশ) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ইঞ্জিনিয়ার মুহসীন আহমেদ, যিনি ঋণ খেলাপির কারণে বাদ পড়েন। একই আসনের জাতীয় পার্টির (Jatiya Party) প্রার্থী এএনএম রফিকুল আলম সেলিমের প্রার্থিতা বাতিল হয় শর্ত পূরণ না করায়।

এছাড়া, ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী মোহাম্মদ ইব্রাহিমের মনোনয়নপত্রের কাগজপত্র সঠিক না থাকায় তা বাতিল হয়। অন্যদিকে, নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে বাংলাদেশ কংগ্রেসের (Bangladesh Congress) প্রার্থী শফিকুল ইসলামের প্রস্তাবকারীর স্বাক্ষরের সঙ্গে জমাকৃত কাগজপত্রে স্বাক্ষর না মেলায় তার মনোনয়নও বাতিল ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনের যাচাই প্রক্রিয়ায় এসব প্রার্থী মনোনয়নপত্র বৈধতা হারান, যা নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতার চিত্র খানিকটা বদলে দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *