খালেদা জিয়া’র জন্য শোক জানানো ব্যানার পোস্টার ছাড়া সব ব্যানার পোস্টার তিন দিনের মধ্যে অপসারণ করা হবে

নগরের নান্দনিকতা ফিরিয়ে আনতে রাজধানীজুড়ে রাজনৈতিক ব্যানার-ফেস্টুন অপসারণের উদ্যোগ নিয়েছে বিএনপি (BNP)। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী তিন দিনের মধ্যে নেতাকর্মীদের নামে-বেনামে থাকা সব ধরনের ব্যানার ও ফেস্টুন সরিয়ে ফেলা হবে। শুক্রবার (২ জানুয়ারি) নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থাকা ব্যানার নামানোর মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী (Ruhul Kabir Rizvi)।

উদ্বোধনী বক্তব্যে রিজভী বলেন, ‘ব্যানার-ফেস্টুন রাজনৈতিক মত প্রকাশের মাধ্যম হলেও, যদি তা নাগরিক অধিকার লঙ্ঘন করে কিংবা শহরের সৌন্দর্য নষ্ট করে, তবে তা সমর্থনযোগ্য নয়।’ তিনি জানান, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)-এর নির্দেশে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, যুবদল এবং ছাত্রদলের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

রিজভী আরও বলেন, ‘বেগম খালেদা জিয়া (Begum Khaleda Zia)-র মু’\ত্যুতে শোক জানিয়ে যেসব ব্যানার রয়েছে, সেগুলো কিছুদিন থাকলেও, বাকি সব ব্যানার দ্রুত সরিয়ে ফেলা হবে।’ তিনি জোর দিয়ে বলেন, সভ্য সমাজে যত্রতত্র ব্যানার টাঙানো অনুচিত, বিশেষত রাজনৈতিক কর্মসূচি শেষে সেসব সরিয়ে ফেলার দায় সংশ্লিষ্টদেরই নিতে হবে।

ব্যানার-ফেস্টুন সরানোর দায়িত্ব যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে ভাগ করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি, পর্যায়ক্রমে এ কর্মসূচি সারাদেশে সম্প্রসারণ করা হবে বলেও জানান রিজভী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *