মাহদীকে মুক্তি না দিলে রোববার সারা দেশে আন্দোলন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্যসচিব মাহদী হাসানকে মুক্তি দেওয়া না হলে রোববার সারা দেশে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাদ রশিদ। শনিবার রাতে শাহবাগে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তিনি।

তাঁর অভিযোগ, মবের ট্যাগ দিয়ে বিপ্লবিদের জেলে ঢোকানোর পাঁয়তারা করা হচ্ছে। এমন কিছু করার চেষ্টা করা হলে কঠোর জবাব দেয়া হবে বলে জানান তিনি।

এসময় দুটি দাবি তুলে ধরে শনিবার রাতের মধ্যে মাহদীকে মুক্তির দাবি জানিয়ে রিফাত রশিদ বলেন, মাহাদির মুক্তি ও হবিগঞ্জ থানার ওসির পদত্যাগ করতে হবে। জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র শ্রমিক জনতাকে ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সকল কার্যক্রম থেকে দায় মুক্তি দিয়ে ১২ ঘন্টার মধ্যে রাষ্ট্রপতির কতৃক অধ্যাদেশ জারির দাবিও জানান তিনি।

আর সাবেক এনসিপি নেতা মাহিন সরকার বলেন, দেশকে অস্থিতিশীল করতে একটি পক্ষ জুলাই বিপ্লবীদের পেছনে লেগেছে।

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) থানায় বসে হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর মাহদী হাসানকে গ্রেপ্তার করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, থানার ভেতরে ওসির সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন মাহদী। এ সময় প্রশাসনের বিরুদ্ধে তাঁকে হুমকিমূলক বক্তব্য দিতেও শোনা যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *