নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপের কোনো ম্যাচ খেলতে চায় না বাংলাদেশ, আইসিসিকে চিঠি দিচ্ছে বিসিবি

ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ-এর ম্যাচগুলো শ্রীলঙ্কা-তে সরিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসিকে চিঠি দিতে যাচ্ছে। কলকাতায় নির্ধারিত ম্যাচগুলো নিয়ে নিরাপত্তাজনিত শঙ্কা এবং সাম্প্রতিক কূটনৈতিক উত্তেজনা এই সিদ্ধান্তের পেছনে বড় কারণ।

শনিবার অনলাইনে বিসিবির জরুরি বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, “আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে কলকাতায় তিনটি ম্যাচ আছে। আজ যা ঘটেছে, সে বিষয়ে আমরা আইসিসিকে লিখব।”

বিষয়টি ঘিরে উত্তেজনার সূত্রপাত ঘটে যখন মুস্তাফিজুর রহমান-কে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয় ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। জানানো হয়, ‘সাম্প্রতিক পরিস্থিতি’র কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে অনেকেই মনে করছেন, এটি ভারতের ধর্মীয় ও রাজনৈতিক পরিস্থিতির চাপের ফল। বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তের পর কেকেআর নিশ্চিত করে যে, ২০২৬ আইপিএলের জন্য মুস্তাফিজকে ছেড়ে দেওয়া হয়েছে। অথচ মাত্র এক মাস আগেই ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল তারা।

এই ঘটনার পরই বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ফেসবুকে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, “যেখানে চুক্তিবদ্ধ হয়েও একজন বাংলাদেশি ক্রিকেটার ভারতে খেলতে পারে না, সেখানে পুরো বাংলাদেশ দল কীভাবে নিরাপদ বোধ করবে?”

তিনি জানান, “আমি বোর্ডকে নির্দেশ দিয়েছি যেন আইসিসিকে বিস্তারিত ব্যাখ্যা পাঠায় এবং অনুরোধ করে যে, বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হোক।”

এছাড়া আসিফ নজরুল দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে অনুরোধ করেছেন, বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখতে।

বিশ্বকাপের সূচি অনুযায়ী, বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। পরবর্তী দুটি ম্যাচ মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাজনৈতিক ও নিরাপত্তা উদ্বেগের মধ্যে এই সূচি পরিবর্তনের জোরালো সম্ভাবনা দেখা দিয়েছে।

উল্লেখ্য, শুক্রবার বিসিবি ২০২৬ সালের হোম সিরিজ সূচিও ঘোষণা করে, যেখানে ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজ অন্তর্ভুক্ত রয়েছে। তবে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে সেই সিরিজ নিয়েও নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *