আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে এককভাবে নয়, বরং যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে মিলে জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছে বিএনপি (BNP)। তবে এটি কোনো সর্বদলীয় সরকার হবে না বলে সাফ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir)।
রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট বিমানবন্দর এলাকার একটি হোটেলে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এই অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির নির্বাচনী প্রচারণা শুরুর ঘোষণাও দেন।
ফখরুল বলেন, “বিএনপি জনমতের ওপর বিশ্বাসী। নির্বাচনে জয়লাভ করলে আমরা একা সরকার গঠন করব না। যারা দীর্ঘদিন আমাদের সঙ্গে রাজপথে যুগপৎ আন্দোলনে ছিল, তাদের নিয়েই আমরা একটি জাতীয় সরকার গঠন করব। তবে এটি সর্বদলীয় নয়।”
তারেক রহমান হবেন নতুন চেয়ারপারসন
দলের শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের ইঙ্গিত দিয়ে মহাসচিব বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)–কে দুই-এক দিনের মধ্যেই বিএনপির ‘চেয়ারপারসন’ পদে অধিষ্ঠিত করা হবে।”
দীর্ঘদিন পর তারেক রহমানের পূর্ণাঙ্গ নেতৃত্বে ফেরার বার্তা দলীয় নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনার সঞ্চার করবে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।
“ভোটাধিকার ফিরে পেয়েছে মানুষ”
এবারের নির্বাচনকে জাতির জন্য একটি ‘বৃহৎ পরীক্ষা’ আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, “দীর্ঘদিন পর মানুষ তাদের হারানো ভোটাধিকার ফিরে পেয়েছে। মিডিয়া নানা শঙ্কার কথা বললেও বিএনপি তা নিয়ে উদ্বিগ্ন নয়। বরং জনগণের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলেই আমরা আশাবাদী।”
দেশে ‘মবোক্রেসি’র উত্থান নিয়ে উদ্বেগ
ফখরুল সাম্প্রতিক সময়ে দেশে ‘মব ভায়োলেন্স’ তথা ‘মবোক্রেসি’র (mobocracy) উত্থান নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেন। তার ভাষায়, “অন্তর্বর্তী সরকার আসার পর দেশে মবোক্রেসির নতুন কালচার দেখা যাচ্ছে। এটি গণতন্ত্রের জন্য অশনিসংকেত—গণতন্ত্রকে ধ্বংস করে দেয়। আমাদের এই প্রবণতা থেকে বেরিয়ে আসতেই হবে।”
“বেগম খালেদা জিয়া রাজকীয়ভাবে বিদায় নিয়েছেন”
প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু প্রসঙ্গে গভীর আবেগে দলীয় মহাসচিব বলেন, “গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়েই তিনি রাজকীয়ভাবে প্রস্থান করেছেন। তাঁর স্বপ্ন ছিল একটি প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ। সেই লক্ষ্যেই আমাদের সংগ্রাম।”
সব রাজনৈতিক শক্তিকে একসঙ্গে আসার আহ্বান
বক্তৃতার শেষ দিকে তিনি বলেন, “গণতন্ত্র এক দিনে প্রতিষ্ঠিত হয় না। তবে আজ যে সুযোগ এসেছে, তা আমাদের কাজে লাগাতে হবে। আসুন, সবাই মিলে একটি গণতান্ত্রিক সংসদ ও সংস্কৃতি গড়ে তুলি।”
ব্যক্তিগত সফরে রোববার দুপুরে সিলেটে এসে মির্জা ফখরুল হযরত শাহজালাল (রহ.) এবং হযরত শাহপরান (রহ.)–এর মাজার জিয়ারত করেন। মতবিনিময় সভায় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, ড. এনামুল হক, এম এ মালিকসহ জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতারা।


