বিএনপি (BNP) চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরিফ। সোমবার (৫ জানুয়ারি) ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে উপস্থিত হয়ে তিনি শোক বইয়ে স্বাক্ষর করেন এবং খালেদা জিয়ার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
পাকিস্তান সরকারের (Pakistan) পক্ষ থেকে এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক বার্তায় জানানো হয়, হাইকমিশনে গিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বেগম জিয়ার মৃত্যুতে ‘গভীর শোক’ প্রকাশ করেন। তিনি বলেন, “পাকিস্তান সরকার ও জনগণের পক্ষ থেকে আমরা খালেদা জিয়ার পরিবার, রাজনৈতিক সহকর্মী ও বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।”
তিনি আরও আল্লাহর কাছে তার আত্মার মাগফিরাত কামনা করেন। এই সময় হাইকমিশনে উপস্থিত কূটনৈতিকরা শাহবাজ শরিফকে স্বাগত জানান এবং সংক্ষিপ্ত সময়ের জন্য শ্রদ্ধা নিবেদনের সুযোগ করে দেন।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগতে থাকা খালেদা জিয়া চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টার পরও ৩০ ডিসেম্বর ভোর ৬টায় মৃত্যুবরণ করেন।
তার জানাজা অনুষ্ঠিত হয় ৩১ ডিসেম্বর বিকাল ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে, যেখানে লাখো মানুষ অংশ নেন। পরে বিকাল সাড়ে ৪টার দিকে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয়।
খালেদা জিয়ার মৃত্যুতে দক্ষিণ এশিয়ার একাধিক রাজনৈতিক নেতা ও সরকার প্রধানরা শোক প্রকাশ করেছেন। তার রাজনৈতিক জীবনের দীর্ঘ সংগ্রাম এবং গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা আঞ্চলিক রাজনীতিতেও ছিল উল্লেখযোগ্য।


