নির্বাচনি তহবিলে একদিনে ২২ লাখ টাকা পেলেন ব্যারিস্টার ফুয়াদ

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের প্রার্থী এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নির্বাচনি তহবিলে ২৫ ঘণ্টায় প্রায় ২২ লাখ টাকা জমা পড়েছে। গতকাল সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ তথ্য জানান।

ফেসবুক লাইভে ব্যারিস্টার ফুয়াদ জানান, দুটি বিকাশ অ্যাকাউন্টে এসেছে ১১ লাখ ২০ হাজার ৯৬৯ টাকা এবং একটি নগদ অ্যাকাউন্টে পাওয়া গেছে ১ লাখ ২৫ হাজার ৬০৯ টাকা। এছাড়া তার ব্যাংক হিসাবে জমা হয়েছে ৯ লাখ ৪৫ হাজার ৪৬৭ টাকা। অফলাইনে তার কার্যালয়ে এসে একজন সাংবাদিক নির্বাচনি তহবিলের জন্য ২ হাজার টাকা দিয়েছেন। সব মিলিয়ে গত ২৫ ঘণ্টায় তার নির্বাচনি তহবিলে জমা হয়েছে মোট ২১ লাখ ৯৪ হাজার ৪৫ টাকা।

সবাইকে সতর্ক করে ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘আর্থিক সহায়তার জন্য আমি যে ভিডিওটি পোস্ট করেছি, সেটি অনেকে কপি করে পোস্ট করছে। আমার নামে ফেক পেজ খুলে ভিডিও প্রচার করা হচ্ছে এবং সেখানে বিকাশ ও নগদ নম্বর পরিবর্তন করে প্রতারণা করা হচ্ছে। যারা সহযোগিতা করতে চান, তারা যেন অবশ্যই আমার নিজের ফেসবুক পেজ ও আইডিতে দেওয়া নম্বরেই টাকা পাঠান।’

তিনি জানান, নগদ, বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টে প্রাপ্ত অর্থের পূর্ণ হিসাব এবং কোন খাতে কীভাবে ব্যয় করা হচ্ছে, তা নিয়মিতভাবে জনসমক্ষে প্রকাশ করা হবে।

এর আগে নির্বাচনি ব্যয়ের জন্য আর্থিক সহায়তা চেয়ে ব্যারিস্টার ফুয়াদ ফেসবুকে নিজের বিকাশ পার্সোনাল নম্বর ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য প্রকাশ করেন। গত রোববার রাত সাড়ে ৯টার দিকে নিজের ফেসবুক পেজ থেকে একটি ভিডিও পোস্ট করে তিনি এ আহ্বান জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *