দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আসামি উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়ন জামায়াতের আমির আবু মুসাকে (৫০) গ্রেপ্তার করেছে। গত সোমবার দিবাগত রাতে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি পশ্চিম খোদাইপুর গ্রামের ইসাহাক আলীর ছেলে ও গোলাপগঞ্জ ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার (কাজী)।
নবাবগঞ্জ থানার ওসি মিন্টু দে জানান, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদলত-৫ তাকে একটি প্রতারণা মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আদালতের গ্রেপ্তারি পরোয়ানামূলে তাকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গললবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


