নির্বাচনে সন্দেহ ছড়ানোদের নজরদারিতে রাখা হয়েছে: প্রধান উপদেষ্টার প্রেসসচিব

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যারা এখনো সন্দেহ ও সংশয়ের বার্তা ছড়াচ্ছেন, তাদের বিষয়ে সরকার সতর্ক রয়েছে এবং নজরদারিও করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম (Shafiqur Alam)। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “আমরা দেখছি তো তাদের প্রোফাইলগুলো খুবই ক্লিয়ার—আগে তাদের ভূমিকা কী ছিল, কেন তারা এমন বার্তা ছড়াচ্ছেন।”

নির্বাচনকে ঘিরে প্রস্তুতির প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “আর মাত্র ৩৭ দিন বাকি। আমাদের প্রস্তুতি ভালোভাবেই চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আত্মবিশ্বাসের মাত্রাও বেড়েছে। কারণ, তারা পরপর তিনটি বড় ইভেন্ট সফলভাবে সম্পন্ন করেছে। বাংলাদেশের ইতিহাসে এমন পরিসরের আয়োজন আগে হয়নি।”

পোস্টাল ব্যালটে রেকর্ড সাড়া
তিনি জানান, এবার পোস্টাল ব্যালটের জন্য অনলাইনে ১৫ লাখ ৩৩ হাজার ৬৩৩ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রায় সাত লাখ মানুষ দেশের ভেতরে থেকেও সরাসরি ভোট দিতে পারবেন না, কারণ তারা বিভিন্ন দায়িত্ব পালন করছেন।

নিরাপত্তা নিয়ে কথা বলছে পুলিশ
প্রার্থীদের নিরাপত্তা বিষয়ে জানতে চাইলে প্রেসসচিব বলেন, “রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিরাপত্তা সংস্থাগুলোর আলোচনা হয়েছে। যাদের নিরাপত্তার প্রয়োজন, অনেককেই গানম্যান দেওয়া হয়েছে। এ বিষয়ে তথ্য পেতে চাইলে পুলিশ অথবা সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর কাছেই লিস্ট পাওয়া যাবে। অনেকে এই বিষয়ে প্রকাশ্যে কথা বলতে চান না, তাই আমরাও তা নিয়ে প্রকাশ্যে কথা বলি না।”

তিনি আরও বলেন, “পলিটিক্যাল পার্টির লিডারদের নিরাপত্তা আমাদের শীর্ষ অগ্রাধিকার। স্পেশাল ব্রাঞ্চ এ নিয়ে কাজ করছে। স্থানীয় পর্যায় থেকেও যদি কেউ নিরাপত্তা চায়, পুলিশ তা খতিয়ে দেখবে।”

ভোট প্রচারে বাড়ছে গাড়ির সংখ্যা
ভোট-সচেতনতা বৃদ্ধিতে শুরু হওয়া ‘ভোটের গাড়ি’ উদ্যোগে ব্যাপক সাড়া পাওয়ায় ক্যারাভানে গাড়ির সংখ্যা বাড়িয়ে ৩০টি করা হচ্ছে। নতুন ২০টি গাড়ি ৯ জানুয়ারি থেকে প্রচারে যুক্ত হবে এবং এটি চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। গাড়িগুলো ৩০টি টিভিসি (টেলিভিশন কমার্শিয়াল) প্রচার করবে এবং বিভিন্ন কৌশলগত স্থানে অবস্থান করবে বলে জানান প্রেসসচিব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *