আমাকে ভোট দিলে তারেক রহমানকে বিজয়ী করা হবে : রাশেদ খান

ঝিনাইদহ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও গণ অধিকার পরিষদের সদ্য সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ‘আমাকে ভোট দিলে প্রকৃতপক্ষে বিএনপি ক্ষমতায় আসবে। আমাকে ভোট দিলে তারেক রহমানকে বিজয়ী করা হবে। সুতরাং দল কাকে প্রার্থী দিয়েছে তার চেয়ে বড় কথা হলো আগামীর যে নির্বাচন, এই নির্বাচনে ধানের শীষে মানুষ ভোট দিচ্ছে কি না। এবারের নির্বাচন বাংলাদেশের অন্যান্য নির্বাচন থেকে আলাদা কারণ এবার রয়েছে উচ্চকক্ষ ও নিম্নকক্ষ।’

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে ঝিনাইদহ শহরতলীর মুরারিদহ এলাকার নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী যিনি হবেন তার ভোট তো কাজে দেবে না। বিএনপির ভোটাররা, সমর্থকরা ও নেতৃবৃন্দরা অত্যন্ত সচেতন, তারা মনে করে ধানের শীষের বিকল্প নেই। যদি উচ্চকক্ষে আসন বেশি পেতে হয় সে ক্ষেত্রে ভোট ধানের শীষে দিতে হবে।

সরকার গঠনের জন্য আসনগুলোতে জিতে আসা খুবই গুরুত্বপূর্ণ।’ রাশেদ খান বলেন, ‘বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ তারা কি আসলে স্বতন্ত্র প্রার্থীকে গ্রহণ করবে। তাদের জায়গা থেকে আলাপ-আলোচনার মাধ্যমে স্বতন্ত্র প্রার্থীর বিষয়টা সুষ্ঠু সমাধান করা যায়, সেই চেষ্টা করা হচ্ছে। এ সমস্যা শুধু ঝিনাইদহ-৪ আসনেই নয়, আরো বিভিন্ন আসনে।

যেখানে সমস্যা বা সংকট রয়েছে, সে সংকট সমাধানের জন্য নেতৃবৃন্দ কাজ করছেন।’ তিনি আরো বলেন, ‘কোনো সাংগঠনিক ব্যবস্থার মাধ্যমে কারো ক্যারিয়ার নষ্ট হয়ে যাক, সেটা আমি চাই না। আমি চাই, সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করতে। বিএনপির এত দিন যারা সংগ্রাম করেছে, নানাভাবে বঞ্চনার শিকার হয়েছে, তাদের অনেক ত্যাগ রয়েছে। সে জায়গায় আমি আশাবাদী বিএনপির নেতৃবৃন্দ তাদের হাই কমান্ডের বাইরে যাবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *