ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে দ্বিতীয় দিনে নির্বাচন কমিশন (Election Commission)-এ জমা পড়েছে আরও ১২২টি আপিল আবেদন। এর ফলে দুই দিনে মোট আপিলের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪টি।
মঙ্গলবার (৬ জানুয়ারি) এ তথ্য জানান ইসির আইন শাখার সিনিয়র সহকারী সচিব মাইনুল ইসলাম। তিনি বলেন, আপিল দাখিলের সময়সীমা শেষ হবে আগামী ৯ জানুয়ারি (শুক্রবার)। নির্বাচন কমিশন আপিলগুলোর নিষ্পত্তি করবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে।
উল্লেখ্য, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ শুরু হয় ৩০ ডিসেম্বর থেকে, যা শেষ হয় ৪ জানুয়ারি। এই সময়ে রিটার্নিং কর্মকর্তারা ৭২৩টি মনোনয়নপত্র বাতিল করেন। ফলে বর্তমানে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৪২ জন।
তফসিল অনুযায়ী, যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশন অভিযোগ যাচাই করে প্রতিটি আবেদন নিষ্পত্তি করবে নির্ধারিত সময়ের মধ্যেই।
মনোনয়ন সংক্রান্ত এই আপিল প্রক্রিয়া প্রার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ, যা নির্বাচনী প্রতিযোগিতায় তাদের অবস্থান পুনর্বিবেচনার সুযোগ তৈরি করে দিচ্ছে।


