যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রমিক শহরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে একটি রাস্তার নামকরণ করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ ‘কারপেন্টার স্ট্রিট’-এর একটি অংশ এখন থেকে তাঁর নামেই পরিচিত হবে।
সম্প্রতি হ্যামট্রমিক সিটি কাউন্সিল প্রস্তাবটি অনুমোদন করে। জোসেফ ক্যাম্পাও ও কোনাল্ট স্ট্রিটের মধ্যবর্তী কারপেন্টার স্ট্রিটের অংশটি খালেদা জিয়ার নামে নামকরণে ভূমিকা রাখেন কাউন্সিলে থাকা চারজন বাংলাদেশি বংশোদ্ভূত সদস্য। তাঁদের সক্রিয় উদ্যোগেই বাস্তবায়িত হয়েছে এই নামকরণ।
প্রবাসী বাংলাদেশিরা এই সিদ্ধান্তকে দেখছেন দেশের ইতিহাস, নেতৃত্ব এবং গণতন্ত্রের প্রতি এক সম্মানজনক আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে। তারা বলছেন, এটি কেবল একটি রাস্তার নতুন নাম নয়, বরং বিশ্বপরিসরে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি দৃষ্টান্ত।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতার নামে এটি প্রথম রাস্তার নাম নয়। এর আগে শিকাগো শহরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর নামে একটি সড়কের নামকরণ করা হয়েছিল। এবার যুক্ত হলো খালেদা জিয়ার নাম—যা মার্কিন মাটিতে বাংলাদেশের রাজনৈতিক উত্তরাধিকারকে আরও দৃঢ় করল।
স্থানীয় বাংলাদেশি কমিউনিটি বলছে, এই উদ্যোগ নতুন প্রজন্মকে দেশের রাজনীতি ও ইতিহাস সম্পর্কে সচেতন করতে সহায়ক হবে। একইসঙ্গে এটি প্রবাসে বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক ও সামাজিক অবস্থানকেও আরও দৃঢ়ভাবে তুলে ধরেছে।
হ্যামট্রমিক শহর তার বৈচিত্র্যময় সংস্কৃতি ও অভিবাসী জনগোষ্ঠীর জন্য পরিচিত। সেখানে একজন বাংলাদেশি নেতার নামে রাস্তার নামকরণ দুই দেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক বন্ধনকে আরও গভীর করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।


