নোয়াখালী-৫: তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদর আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন হাসনা জসীম উদ্‌দীন মওদুদ। প্রয়াত বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের স্ত্রী এবং পল্লীকবি জসীম উদ্‌দীনের কন্যা হাসনা মওদুদ বুধবার (৭ জানুয়ারি) বিকাল ৪টায় নিজেই এ তথ্য জানান।

তিনি বলেন, “আমার স্বামী ব্যারিস্টার মওদুদ আহমদ ও আমি ৫০ বছরের বেশি সময় ধরে এই এলাকার মানুষের পাশে আছি। কিন্তু ২০১৭ সাল থেকে আওয়ামী লীগের প্রতিহিংসার শিকার হয়ে নিজের বাড়ি হারিয়েছি। দলীয় মনোনয়ন না পেয়ে কষ্ট পেয়েছিলাম, তাই স্বতন্ত্র প্রার্থী হয়েছিলাম।”

তবে সম্প্রতি বিএনপির গুলশান কার্যালয়ে বেগম খালেদা জিয়ার স্মরণে খোলা শোক বইয়ে স্বাক্ষর করতে গেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সঙ্গে সাক্ষাৎ হয় তাঁর। সেই সাক্ষাতে তারেক রহমান তাকে প্রার্থিতা প্রত্যাহারের অনুরোধ জানান।

হাসনা মওদুদ বলেন, “দলের চেয়ারপারসন ও নতুন নেতৃত্বের প্রতি সম্মান জানিয়ে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আগামী ২০ জানুয়ারির মধ্যেই আমি সশরীরে গিয়ে প্রার্থিতা প্রত্যাহারের কাজ শেষ করবো।”

উল্লেখ্য, ১৯৮৬ ও ১৯৮৮ সালে মওদুদ আহমদের ছেড়ে দেওয়া নোয়াখালী-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন হাসনা মওদুদ। তবে এবারের নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান ও দলের নেতা মো. ফখরুল ইসলাম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *