ঘরের মানুষ ঘরে ফিরেছেন, আ.লীগ সমর্থিত দুই শতাধিক পরিবহন শ্রমিকের বিএনপিতে যোগদান

আওয়ামীলীগের নেতাকর্মীদের নির্যাতন ও জুলম অত্যাচার থেকে রক্ষা পেতে বিএনপি থেকে আওয়ামীলীগে যোগদানকারী দুই শতাধিক পরিবহন শ্রমিক ঠাকুরগাঁওয়ে বিএনপিতে যোগদান করেছেন। বালিয়াডাঙ্গী উপজেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বজলুর রহমানের নেতৃত্বে তাঁরাআনুষ্ঠানিক ভাবে যোগদান করেন।

বুধবার বিকেলে ঠাকুরগাঁও শহরে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ বাসভবনে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানিয়ে তাদের বরণ করে নেন।

এসময় মির্জা ফয়সল আমীন বলেন, “আজ যারা বিএনপিতে যোগদান করেছেন তারা মূলত বিএনপি’রই নেতাকর্মী ছিলেন। দীর্ঘ ১৭ বছর আওয়ামীলীগের নির্যাতন ও জুলুম অত্যাচারের কারণে তারা কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। আজ আমাদের ঘরের মানুষ আবার আমাদের ঘরে ফিরে এসেছে এটা আমরা আনন্দের ও গর্বের বিষয়। তিনি আরও বলেন, “পরিবহন শ্রমিকদের এই যোগদান আগামী দিনে বিএনপির আন্দোলন ও সাংগঠনিক শক্তিকে আরও সুদৃঢ় করবে।

এ সময় জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র আহ্বায়ক অ্যাডভোকেট ইউসুফ আলী, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবেদুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *