মৃত শিক্ষিকার পেনশন বাবদ নেওয়া ঘুষের লক্ষাধিক টাকাসহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে গ্রেপ্তার হয়েছেন যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম। বুধবার সন্ধ্যায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসে এ ঘটনা ঘটে। অভিযোগ পেয়ে ওই দপ্তরে আগে থেকেই ওৎপেতে ছিলেন দুদক কর্মকর্তারা।
দুদক সমন্বিত কার্যালয় যশোরের সহকারী পরিচালক মো. আল-আমীন জানিয়েছেন, প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক অভিযোগ করেন তার স্কুল শিক্ষিকা স্ত্রী গত বছর মৃত্যুবরণ করেন। মৃত স্ত্রীর পেনশন-সংক্রান্ত বিষয়ে তিনি জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আবেদন করেন। এসময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তার কাছে ঘুস দাবি করেন। এ বিষয়ে তিনি দুদকে অভিযোগ করেন এবং তাদের পরামর্শে বুধবার সন্ধ্যায় তিনি ওই কর্মকর্তার হাতে ঘুষের এক লাখ ২০ হাজার টাকা তুলে দেন। এসময় তাকে টাকাসহ হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা ও পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
ভুক্তভোগী শিক্ষক নুরুনবী বলেন, মৃত স্ত্রীর পেনশনের ফাইল স্বাক্ষর করার জন্য অসংখ্যবার জেলা কর্মকর্তার কার্যালয়ে এসেছি। কিন্তু তিনি স্বাক্ষর করেনি। তিনি আমাকে মানসিকভাবে হেনস্তা করেছেন। এক পর্যায়ে এক লাখ ২০ হাজার ঘুস দাবি করেন। ঘুস না দেওয়াতে তিনি আমাকে শাস্তিস্মরুপ ঝিকরগাছার একটি স্কুল থেকে আমাকে সদর উপজেলার বসুন্দিয়া খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করেন।
এদিকে জেলা শিক্ষার কর্মকর্তা আটকের প্রতিবাদে রাতে প্রাথমিক শিক্ষকরা দুদক যশোর সমন্বিত কার্যালয়ের সামনে অবস্থান নেন।


