আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমার বাংলাদেশ (এবি) পার্টি (Amar Bangladesh Party – AB Party)–র সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। নির্বাচনি ব্যয় মেটাতে আর্থিক সহায়তা চেয়ে তিনদিনে তিনি ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে পেয়েছেন ৩৯ লাখ ৬৬ হাজার ৫৫৬ টাকা।
গত ৭ জানুয়ারি (বুধবার) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য প্রকাশ করেন ব্যারিস্টার ফুয়াদ। তিনি জানান, বরিশাল-৩ আসনে মোট ভোটারের সংখ্যা অনুযায়ী তার জন্য নির্বাচন কমিশনের নির্ধারিত ব্যয়সীমা ৩৩ লাখ ২১ হাজার ১০ টাকা। অথচ জনগণের স্বতঃস্ফূর্ত অনুদানে তার প্রাপ্ত অর্থ এই সীমা ছাড়িয়ে গেছে।
ফুয়াদ জানান, তার এই নির্বাচনি তহবিলে দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে সহায়তা এসেছে। বিকাশের মাধ্যমে এসেছে ১৯ লাখ ২৩ হাজার ৫৫২ টাকা, নগদে ২ লাখ ৩৫ হাজার ৫৬ টাকা এবং ব্যাংক হিসাবে জমা হয়েছে ১৮ লাখ ৭ হাজার ৯৪৮ টাকা—সব মিলিয়ে ৩৯ লাখ ৬৬ হাজার ৫৫৬ টাকা।
যারা এই আর্থিক সহায়তা দিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে তিনি ঘোষণা দেন, নির্বাচন কমিশন বা সরকারের অন্য কোনো আর্থিক নিয়ন্ত্রক প্রতিষ্ঠান এই অনুদানের উৎস ও ব্যবহার নিরীক্ষা করতে চাইলে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন।
ভোটারদের প্রতি আস্থা রেখে ব্যারিস্টার ফুয়াদ বলেন, গণতন্ত্রের পথে পরিবর্তনের এই লড়াইয়ে মানুষই তার শক্তি। জনগণের অনুদানে পরিচালিত এই প্রচারাভিযানই তার কাছে সত্যিকারের জনআন্দোলনের প্রতিফলন।


