কুমিল্লা-৪: “মনোনয়নপত্র বাতিল” এর খবর নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বি’\এন’\পি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী (Manzurul Ahsan Munshi) তার মনোনয়নপত্র বাতিল হয়নি বলে দাবি করেছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এক ভিডিও বার্তায় তিনি গণমাধ্যমে প্রচারিত তথ্যকে ‘ভুল’ ও ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করেন।

ভিডিওতে মুন্সী বলেন, “আমার মনোনয়নপত্র বাতিল হয়নি। গণমাধ্যমে যেভাবে বিষয়টি উপস্থাপন করা হচ্ছে, তা সত্য নয়। বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।” ভিডিও চলাকালে তিনি তার আইনজীবীকেও ফোনে যুক্ত করেন, যিনি জানান—ব্যক্তি হিসেবে মুন্সী ঋণখেলাপি নন, বরং তার কোম্পানির কিছু বিষয় নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছে।

আইনজীবী ব্যাখ্যা করেন, হাইকোর্ট এর আগে মুন্সীকে ঋণখেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার আদেশ দিলেও, সেই আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত। তবে স্টে অর্ডার স্থগিত মানেই প্রার্থিতা বাতিল—এমন সিদ্ধান্ত নয়। রোববার বিষয়টি নিয়ে আপিল করা হবে বলে জানান তিনি।

এ বিষয়ে কুমিল্লার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান বলেন, “বিষয়টি এখনো আপিলে নিষ্পত্তি হয়নি, তাই কোনো মন্তব্য করছি না।”

প্রসঙ্গত, হাইকোর্টের আদেশে মুন্সীর নাম ঋণখেলাপির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল বিচারপতি এ কে এম রবিউল হাসানের নেতৃত্বাধীন বেঞ্চের আদেশে। তবে ওই আদেশের বিরুদ্ধে প্রিমিয়ার ব্যাংক (Premier Bank) চেম্বার আদালতে আপিল করে এবং চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন।

প্রিমিয়ার ব্যাংকের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার। এই আদেশ অনুযায়ী, বর্তমানে মঞ্জুরুল আহসান মুন্সী আইনের দৃষ্টিতে ঋণখেলাপি হিসেবে বিবেচিত হচ্ছেন। আর প্রচলিত আইন অনুযায়ী, ঋণখেলাপিরা জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারেন না।

তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আপিল নিষ্পত্তির পরই—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে, কুমিল্লা-৪ আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) (National Citizen Party – NCP) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *