আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধে অনড় অবস্থান বজায় রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দাবিতে আইসিসিকে দ্বিতীয় দফায় চিঠি (ইমেইল) পাঠিয়েছে বিসিবি।
বৃহস্পতিবার বিসিবির এক পরিচালক বিষয়টি নিশ্চিত করে জানান, “চিঠি পাঠানো হয়েছে। আমরা এখন তাদের জবাবের অপেক্ষায় আছি।”
এর আগে বিসিবির প্রথম অনুরোধের জবাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছিল, টুর্নামেন্ট শুরুর মাত্র এক মাস আগে ভেন্যু পরিবর্তন কঠিন। একই সঙ্গে বাংলাদেশ দলের জন্য নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলেও আশ্বস্ত করেছিল আইসিসি। তবে তারা এটাও জানায়, বিশ্বকাপের পূর্ণাঙ্গ নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত হলে বিসিবি চাইলে বাড়তি নিরাপত্তা সংযোজনের প্রস্তাব দিতে পারবে।
বিসিবির দ্বিতীয় দফা অনুরোধের জবাব শনিবারের মধ্যে আসবে বলে আশা করা হচ্ছে।
এদিকে আইসিসির জবাব পাওয়ার পর বুধবার বিকেলে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ও বোর্ডের কয়েকজন পরিচালক আইন, যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল-এর সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তিনি সংবাদমাধ্যমে জানান, “ভারতে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নেই। দেশের মর্যাদার প্রশ্নে আমরা কোনো আপস করব না। আরেক আয়োজক দেশ শ্রীলঙ্কা, সেখানে খেলতে চাই। দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না।”
বিশ্বকাপের ভেন্যু বদলের এই দাবির পেছনে রয়েছে সাম্প্রতিক একটি বিতর্কিত ঘটনা। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানায়। এরপর থেকেই ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিসিবি। তাদের ভাষ্য অনুযায়ী, বিশ্বকাপ চলাকালে ক্রিকেটারদের পাশাপাশি সাংবাদিক, স্পনসর, এমনকি সাধারণ দর্শকরাও বাংলাদেশ থেকে ভারত যাবেন—এ অবস্থায় কারোর নিরাপত্তা নিশ্চিত করা যাবে না বলে তারা মনে করছে।
এখন দেখার বিষয়, আইসিসি বিসিবির দ্বিতীয় দফা চিঠির কী জবাব দেয় এবং বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের দাবিটি আদৌ কোনো গুরুত্ব পায় কি না।


