রাজনীতিকে তরুণদের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং নীতিনির্ধারণ প্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহণের সুযোগ করে দিতে বিএনপি (BNP) চালু করেছে একটি ইন্টার্যাকটিভ ডিজিটাল প্ল্যাটফর্ম—‘ম্যাচ মাই পলিসি’ (www.matchmypolicy.net)। আজ বৃহস্পতিবার দলের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
জুলাইয়ের অভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে পরিবর্তিত বাস্তবতায় এই অ্যাপটি চালুর মাধ্যমে তরুণ প্রজন্ম, বিশেষ করে জেন-জি ব্যবহারকারীদের সঙ্গে রাজনৈতিক সংলাপের নতুন পথ খুঁজছে দলটি। বাংলাদেশে এই ধরনের নীতি-ভিত্তিক রাজনৈতিক প্ল্যাটফর্ম এই প্রথম চালু হলো বলে জানিয়েছে বিএনপি।
‘ম্যাচ মাই পলিসি’ মূলত একটি সোয়াইপ-ভিত্তিক ওয়েব অ্যাপ। এর ডিজাইন সহজ ও ব্যবহারবান্ধব। প্রতিটি স্ক্রিনে বিএনপির বিভিন্ন পলিসির সংক্ষিপ্ত বিবরণ দেখানো হবে, যা দেখে ব্যবহারকারীরা সোয়াইপ করে জানাতে পারবেন তারা ঐ নীতির সঙ্গে একমত কি না। এভাবেই তৈরি হবে পলিসি-জনমতের একটি মিল বা ‘ম্যাচ’।
অ্যাপটিতে ব্যবহারকারীরা কেবল মতামত জানাতে পারবেন না, বরং একটি বিশেষ মতামত ফিচারের মাধ্যমে তারা নিজেদের প্রস্তাব, পরিকল্পনা বা দৃষ্টিভঙ্গিও জমা দিতে পারবেন। এই মতামতগুলো বিশ্লেষণ করে ভবিষ্যতে বিএনপির নীতিগত পরিকল্পনায় যুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছে দলটি।
বিএনপির ভাষ্য অনুযায়ী, এটি কেবল প্রযুক্তিনির্ভর একটি পদক্ষেপ নয়, বরং বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা। দলটি মনে করছে, প্রথাগত রাজনীতির বাইরে গিয়ে পলিসি-কেন্দ্রিক অংশগ্রহণমূলক গণতন্ত্র চর্চার মাধ্যমেই জনগণের সঙ্গে সংযোগ আরও গভীর করা সম্ভব।
অ্যাপটির শেষ অংশে ব্যবহারকারীদের জন্য সংযুক্ত রাখা হয়েছে বিএনপির ভবিষ্যৎ রাষ্ট্রচিন্তা ও পলিসি বিষয়ক বিস্তারিত তথ্যসমৃদ্ধ বিশেষ কনটেন্ট। এ উদ্যোগ তরুণ ভোটার ও রাজনৈতিকভাবে সচেতন জনগণের মধ্যে আলোচনার নতুন দ্বার খুলে দেবে বলে ধারণা বিশ্লেষকদের।


