স্থগিত হলো ২ আসনের নির্বাচন

সুপ্রিম কোর্ট (Supreme Court)–এর সাম্প্রতিক এক আদেশের প্রেক্ষিতে স্থগিত করা হয়েছে পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, যিনি জানান, এই সিদ্ধান্ত আপাতত বলবৎ থাকবে এবং সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত নির্বাচন দুটি অনুষ্ঠিত হবে না।

শুক্রবার, ৯ জানুয়ারি জানা যায়, নির্বাচন কমিশন আপাতত এই দুই আসনের নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। কমিশনার মাছউদ বলেন, “পুরোপুরি স্থগিত বলা যাবে না, আপাতত স্থগিত করা হয়েছে।”

এর আগে গত ৫ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এক আদেশে নির্বাচন কমিশনের ২৪ ডিসেম্বরের সংশোধিত বিজ্ঞপ্তির সংশ্লিষ্ট অংশ স্থগিত করেন। এই আদেশ আসে হাইকোর্টের এক রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন ও এক প্রার্থীর করা আবেদনের শুনানি শেষে। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী (Jubayer Rahman Chowdhury)-এর নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ২০২৩ সালের ৪ সেপ্টেম্বর নতুন আসন পুনর্বিন্যাস করে চূড়ান্ত গেজেট প্রকাশ করে। এতে সাঁথিয়া উপজেলার পুরো এলাকা নিয়ে গঠিত হয় পাবনা-১ আসন এবং সুজানগর ও বেড়া উপজেলাকে একত্র করে নির্ধারণ করা হয় পাবনা-২ আসন।

কিন্তু ইসির এই পুনর্বিন্যাসের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন বেড়া উপজেলার বাসিন্দা জহিরুল ইসলাম ও সাঁথিয়ার বাসিন্দা আবু সাঈদ। প্রাথমিক শুনানি শেষে ১৭ সেপ্টেম্বর হাইকোর্ট রুল জারি করে। পরে চূড়ান্ত শুনানির পর গত ১৮ ডিসেম্বর আদালত রুলকে অ্যাবসলিউট ঘোষণা করে রায় দেন।

হাইকোর্টের রায়ে বলা হয়, ইসির গেজেট অনুযায়ী পাবনা-১ থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে তা পাবনা-২–তে যুক্ত করা হয়েছিল—এটি আইনগত কর্তৃত্ববহির্ভূত। আদালত নির্দেশ দেয়, আগের সীমানা অনুযায়ী দুইটি আসন পুনর্বহাল করে ২৪ ঘণ্টার মধ্যে নতুন গেজেট প্রকাশ করতে হবে।

সে অনুসারে, গত ২৪ ডিসেম্বর নির্বাচন কমিশন সংশোধিত বিজ্ঞপ্তি জারি করে। এতে পুরো সাঁথিয়া উপজেলা, বেড়া পৌরসভা এবং বেড়া উপজেলার হাটুরিয়া নাকালিয়া, নতুন ভারেংগা, চাকলা ও কৈটোলা ইউনিয়ন নিয়ে গঠিত হয় পাবনা-১ আসন। অপরদিকে, পাবনা-২ আসন গঠিত হয় বেড়ার বাকি পাঁচটি ইউনিয়ন এবং পুরো সুজানগর উপজেলা নিয়ে।

তবে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে এখন আপাতত থমকে গেল পাবনা-১ ও ২ আসনের ভোটের প্রক্রিয়া।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *