ঢাকা-করাচি ফ্লাইটের জন্য আকাশসীমা ব্যবহার করতে দেবে কিনা, জানাল ভারত

আগামী ২৯ জানুয়ারি ঢাকা-করাচি রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই ফ্লাইটের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারের বিষয়ে বাংলাদেশের সঙ্গে বিমান পরিষেবা চুক্তি অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছে ভারত।

শুক্রবার (৯ জানুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রনালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের সঙ্গে বিমান পরিষেবা চুক্তি অনুযায়ী এই বিষয়ে পদক্ষেপ নেয়া হবে।’

এর আগে গত বুধবার (৭ জানুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এক বিজ্ঞপ্তিতে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালুর দিনক্ষণ জানান। প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে দুইটি ফ্লাইট পরিচালনা করা হবে, যা প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার চলাচল করবে।

ফ্লাইটটি ঢাকা থেকে স্থানীয় সময় রাত ৮টা ছেড়ে স্থানীয় সময় রাত ১১টায় করাচি পৌঁছাবে। আবার করাচি থেকে স্থানীয় সময় রাত ১২টায় ছেড়ে স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিট ঢাকায় অবতরণ করবে।

নতুন এই রুট চালুর মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যাত্রী চলাচল আরও সহজ ও সুবিধাজনক হবে। পাশাপাশি ব্যবসা, পর্যটন ও পারিবারিক ভ্রমণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করা যাচ্ছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা ও মানসম্মত সেবা প্রদানে সর্বদাই প্রতিশ্রুতিবদ্ধ। আধুনিক উড়োজাহাজ ও দক্ষ ক্রু দ্বারা পরিচালিত এই ফ্লাইটে যাত্রীরা আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা লাভ করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *