বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা হলেন মনোনয়ন বঞ্চিত নাজিমুদ্দিন আলম

বিএনপির (BNP) চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সাবেক সংসদ সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিমুদ্দিন আলম (Nazimuddin Alam)। শুক্রবার (৯ জানুয়ারি) দলের গঠনতন্ত্র অনুযায়ী তাঁকে এই পদে দায়িত্ব দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী (Ruhul Kabir Rizvi) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুচিন্তিত পরামর্শ ও সাংগঠনিক কর্মতৎপরতার মাধ্যমে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নাজিমুদ্দিন আলম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা রয়েছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ আসনে দলীয় মনোনয়ন না পাওয়ায় কিছুটা আড়ালে চলে গিয়েছিলেন নাজিমুদ্দিন। একইসঙ্গে দীর্ঘ সময় ধরে তিনি দলের কোনো সাংগঠনিক পদেও ছিলেন না। নতুন করে এই গুরুত্বপূর্ণ পদে মনোনয়ন পাওয়ায় দলের ভেতরে তাঁর সক্রিয়তার প্রত্যাবর্তনের ইঙ্গিত মিলছে।

এই নিয়োগকে ঘিরে সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে নাজিমুদ্দিন আলমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।

দলের একটি অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, গুরুত্বপূর্ণ সময়ে অভিজ্ঞ নেতাদের কার্যকরভাবে সম্পৃক্ত করতে চায় বিএনপি। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই নাজিমুদ্দিন আলমকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *