টাঙ্গাইল-৮: স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেলকে সমর্থনের ঘোষণা কাদের সিদ্দিকীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে দলীয়ভাবে প্রার্থী না দিলেও, স্পষ্ট অবস্থান নিল কৃষক শ্রমিক জনতা লীগ (Krishak Sramik Janata League)। দলের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (Kader Siddique) স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেলকে সমর্থনের ঘোষণা দিয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে নিজের বাসভবনে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত এক বিশেষ কর্মিসভায় তিনি এ ঘোষণা দেন।

প্রধান অতিথির বক্তব্যে কাদের সিদ্দিকী বলেন, বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ আযম খান মুক্তিযোদ্ধাদের নিয়ে কটাক্ষ করেছেন এবং তাঁর সমর্থকদের বিরুদ্ধে দলের সিনিয়র নেতা ও বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ হাবীবের ওপর হা’\মলার অভিযোগ রয়েছে। রমজান মাসে কৃষক শ্রমিক জনতা লীগের ইফতার মাহফিল বন্ধ করে দেওয়ার ঘটনাও উল্লেখ করেন তিনি, যেটি আহমেদ আযম খানের বিরোধিতার অন্যতম কারণ বলে মন্তব্য করেন।

তিনি বলেন, “আমরা জাতীয় রাজনীতিতে তারেক রহমানের অবস্থানকে সমর্থন করি, তবে এই আসনে আহমেদ আযম খানের বিরোধিতা করব। কারণ, তিনি এমপি হলে সখীপুর-বাসাইলের উন্নয়ন থেমে যাবে এবং আমাদের দলেরও ক্ষতি হবে। রাসেল অন্তত আমাদের ক্ষতি করবেন না, তাই আমরা তাঁকেই সমর্থন দিচ্ছি।”

জামায়াতে ইসলামী প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, “১৯৭১ সালে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তাদের সঙ্গে থাকার প্রশ্নই আসে না। এখনো তারা সঠিকভাবে ক্ষমা চায়নি, তাই অবস্থান পরিবর্তনের সুযোগ নেই।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক পতন প্রসঙ্গে মন্তব্য করে তিনি বলেন, “আল্লাহকে না মানার কারণেই তাঁর পতন হয়েছে।” এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, “শুরুর দিকে আমরা আন্দোলনকে সমর্থন করেছি। তবে এখন আর দিচ্ছি না।”

এই কর্মিসভায় সভাপতিত্ব করেন সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস সবুর খান। বক্তব্য দেন গাজীপুর জেলা সভাপতি আব্দুর রহমান, টাঙ্গাইল জেলা ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হালিম সরকার, কালিহাতী উপজেলা সভাপতি ইথার সিদ্দিকী, বাসাইল উপজেলা সভাপতি রাহাত হাসান টিপু ও বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস সিকদারসহ অন্যান্য নেতারা।

এই ঘোষণার মধ্য দিয়ে স্পষ্ট হলো, স্থানীয় রাজনীতিতে দলীয় অবস্থান যতই কেন্দ্র নির্ধারণ করুক, মাঠপর্যায়ে কাদের সিদ্দিকীর মতো প্রবীণ নেতারা নিজস্ব মূল্যবোধ ও প্রাসঙ্গিকতা বিবেচনায় প্রার্থী নির্ধারণে ভূমিকা রেখে চলেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *