চব্বিশের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনাল থেকে প্রথম জামিন

চব্বিশের গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম কোনো আসামিকে জামিন দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (১১ জানুয়ারি) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ লিভার সিরোসিস বিবেচনায় লক্ষ্মীপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি হুমায়ুন কবিরকে জামিন দেন।

প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাইব্যুনাল বেশ কিছু শর্ত দিয়ে জামিন আবেদন মঞ্জুর করেছেন। এসব শর্তের মধ্যে রয়েছে আসামিকে বাসার ঠিকানা দিতে হবে, আসামি গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো বক্তব্য দিতে পারবেন না। তদন্ত কর্মকর্তা ও ট্রাইব্যুনালের রেজিস্ট্রারকে অবহিত করা ছাড়া বাসা পরিবর্তন করতে পারবেন না এবং মামলার সাক্ষ্য-প্রমাণকে প্রভাবিত করতে পারবেন না। এসব শর্ত ভঙ্গ করলে জামিন বাতিল হয়ে যাবে।

২০২৪ সালের জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে লক্ষ্মীপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মোট চারজন গ্রেফতার হয়েছেন। তাদের মধ্যে একজন হুমায়ুন কবির। যিনি লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলার চররুহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর আগস্ট মাসে তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *