আপিল শুনানির তৃতীয় দিনে প্রথম ঘন্টায় প্রার্থিতা ফিরে পেলেন ১৫ জন, বাতিল ৭

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে করা আপিলের শুনানির তৃতীয় দিনের কার্যক্রম চলছে নির্বাচন কমিশন (Election Commission) ভবনে। সোমবার (১১ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে কমিশনের অডিটরিয়ামে শুরু হওয়া শুনানির প্রথম ঘণ্টায় ২৪টি আপিল নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১৫ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন, আর ৭ জনের আবেদন নামঞ্জুর করা হয়েছে। দুইটি আবেদন এখনো অপেক্ষমান।

চলমান শুনানিতে উঠে এসেছে বেশ কয়েকটি আলোচিত মনোনয়ন বাতিলের কারণ।
খাগড়াছড়ি-২৯৮ (Khagrachhari-298) আসনে গণঅধিকার পরিষদ (Gono Odhikar Parishad)-এর প্রার্থী দীনময় রোয়াজার নামে থাকা একটি ক্রেডিট কার্ডে ২২ হাজার ৭০০ টাকা বকেয়া থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়।

চট্টগ্রাম-১১ (Chattogram-11) আসনে একই দলের প্রার্থী মুহাম্মদ নেজাম উদ্দিনের ৯৭ হাজার ৯৯১ টাকা ঋণ খেলাপির অভিযোগের প্রমাণ পাওয়ায় তিনিও প্রার্থিতা হারিয়েছেন।

চট্টগ্রাম-৯ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর (Bangladesh Jamaat-e-Islami) প্রার্থী ডা. এ কে এম ফজলুল হকের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগে তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

ফেনী-২ (Feni-2) আসনে স্বতন্ত্র প্রার্থী মো. ইসমাইল প্রয়োজনীয় এক শতাংশ ভোটারের সমর্থনপত্র না জমা দেওয়ায় প্রার্থিতা ফিরে পাননি।

নাটোর-২ (Natore-2) আসনে এনপিপি (NPP)-র প্রার্থী জি এ এ মুবিনের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি সরকারি চাকরি থেকে অব্যাহতি নেওয়ার তিন বছর পূর্ণ করেননি। এ কারণে তার মনোনয়ন বাতিল হয়েছে।

চট্টগ্রাম-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী শাকিলা ফারজানার মনোনয়নপত্রে নির্বাচন কমিশন ‘নট প্রেসড’ সিদ্ধান্ত দিয়েছে, অর্থাৎ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এছাড়া দুটি আবেদন এখনো ‘অপেক্ষমান’ রাখা হয়েছে। মানিকগঞ্জ-২ (Manikganj-2) আসনে জাতীয় পার্টি (Jatiya Party)-র প্রার্থী এস এম আব্দুল মান্নানের বিরুদ্ধে ঋণ খেলাপি সংক্রান্ত জটিলতা থাকায় আপাতত তার আবেদন ঝুলে আছে।

অন্যদিকে পাবনা-২ (Pabna-2) আসনে শুনানি স্থগিত থাকায় গণফোরাম (Gano Forum)-এর প্রার্থী শেখ নাসির উদ্দিনের আপিল এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

আপিল শুনানি কার্যক্রম নির্বাচন কমিশনে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে বলে কমিশন সূত্রে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *