জুলাই গণঅভ্যুত্থানের সাহসী সৈনিক এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান বিন হাদীর শ্বশুরবাড়িতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা জানাতে যান বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরিশাল-৩ (মুলাদী–বাবুগঞ্জ) আসনের ধানের শীষের মনোনীত এমপি প্রার্থী সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
আজ সোমবার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা এলাকায় শহীদ হাদীর শ্বশুর সুলতান আহমেদের বাড়িতে উপস্থিত হয়ে তিনি পরিবারের সদস্যদের খোঁজখবর নেন, তাঁদের কষ্টের কথা শোনেন এবং এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি পুনর্ব্যক্ত করেন।
এ সময় অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, “শহীদ ওসমান বিন হাদী ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপসহীন এক সাহসী কণ্ঠ। তিনি শুধু একটি পরিবারের সন্তান নন—তিনি গণতন্ত্রকামী মানুষের আশা ও সংগ্রামের প্রতীক। তাঁর হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা থামবো না।”
তিনি আরও বলেন, “শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যায় না। তাঁদের রক্ত থেকেই জন্ম নেয় নতুন ইতিহাস। শহীদ হাদীর রক্ত আমাদের ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামকে আরও বেগবান করবে।”
পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, “আপনাদের এই শোক আমাদের সবার শোক। এই কঠিন সময়ে আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো। ইনশাআল্লাহ, শহীদ হাদীর রক্তের বিচার এই বাংলার মাটিতেই হবে।”
এ সময় তিনি শহীদ ওসমান বিন হাদীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন এবং তাঁর পরিবার-পরিজনের জন্য ধৈর্য, শক্তি ও সাহস কামনা করেন।
এ সময় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তাঁরা শহীদ হাদীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর হত্যার দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।


