ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পথে আর কোনো বাধা থাকল না কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম (Ashraful Hossen Alom aka Hero Alom)-এর। হাইকোর্টের রায়ের পর তিনি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মনোনয়নপত্র জমা দিতে পারবেন।
সোমবার (১২ জানুয়ারি) হাইকোর্ট থেকে আপিলে রায় পাওয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেন হিরো আলম। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “আলহামদুলিল্লাহ হাইকোর্ট থেকে আপিলে রায় পেয়েছি মনোনয়নপত্র জমা নেওয়ার।”
হিরো আলম জানান, আগেই তিনি ঘোষণা দিয়েছিলেন বগুড়া-৪ আসন থেকে নির্বাচন করবেন। এখন আইনি জটিলতা কাটিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দেওয়ার সুযোগ পেলেন।
“নির্বাচনের পরিবেশ কেন যেন ঠান্ডা হয়ে গেছে”
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হিরো আলম বলেন, “হঠাৎ করেই নির্বাচনের পরিবেশ ঠান্ডা হয়ে গেছে। কয়েকদিন আগেও গরম ছিল। আশা করছি নির্বাচন সুষ্ঠু হবে। যারা নতুন ভোটার হয়েছে, তারা যেন নিজেদের ইচ্ছেমতো ভোট দেওয়ার সুযোগ পায়, সেই প্রত্যাশা রাখছি।”
এদিকে সোমবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (Election Commission) ভবনের অডিটোরিয়ামে চলমান আপিল শুনানিতে প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত দেয় কমিশন। শুনানি শেষে ৪১ জন প্রার্থীর প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়, ২৩ জনের আবেদন নামঞ্জুর, ৫ জনের আবেদন রাখা হয় অপেক্ষমান, এবং একজন প্রার্থী নিজেই মনোনয়ন প্রত্যাহার করেন।
প্রার্থিতা ফিরে পাওয়া অনেকেই জানিয়েছেন তারা নির্বাচনী মাঠে ভালো অবস্থানে রয়েছেন। অন্যদিকে, যাদের আবেদন বাতিল হয়েছে, তারা রিটার্নিং কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন।


