এমপি সৎ হলে ঠিকাদারের বাপের সাধ্য নাই চুরি করে : রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘এমপি চুরি করলে ঠিকাদার তো চুরি করবেই। এমপি যদি সৎ হয়, কোনো ঠিকাদারের বাপের সাধ্য নাই চুরি করে।’

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার পানিশ্বরে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

সরকারি বিভিন্ন উন্নয়নকাজ প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘মুশকিল হচ্ছে এমপি রাখেন ৫০ ভাগ। এমপি সাহেবের চামচা রাখে আরো ২৫ ভাগ। এখানেই ৭৫ ভাগ শেষ। আর ঠিকাদার ২৫ ভাগের ৫ ভাগ কাজ করেন, বাকিটা পকেটে ঢোকান। এমপি চুরি করলে তো ঠিকাদার করবেনই। এমপি হলে নিজ এলাকার হাসপাতালে চিকিৎসা নেবেন জানিয়ে তিনি বলেন, ‘আমি চিকিৎসা নিয়ে দেখব কোন বাপের বেটা ডাক্তার উপস্থিত থাকেন না। ওষুধ কেমনে পাওয়া যায় না।’

রুমিন ফারহানা আরো বলেন, ‘আমার বাবা নাই, ভাই-বোন নাই। আত্মীয়-স্বজন বিদেশে থাকে। আমি পাস করলেও তারা এসে লাইন দেবে না। আপনারা আমার সব। আপনারাই আমার কাছে আত্মীয়।’

মতবিনিময়কালে রুমিন ফারহানার হাতে স্থানীয় প্রয়োজনীয় উন্নয়নকাজের তালিকা তুলে দেওয়া হয়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাকে এমপি নির্বাচিত করলে উন্নয়ন কাজগুলো করে যাব। আর যদি না পারি তাহলে আপনাদের কাছে আর আসব না।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *