এনসিপি ছেড়ে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা, বললেন “জনগণ পরিবর্তন চায়”

ঢাকা-৯ আসনে জাতীয় নাগরিক পার্টি (National Citizens’ Party) (এনসিপি)-র হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পদযাত্রা শুরু করলেও শেষমেশ দল ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন ডা. তাসনিম জারা। জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদ থেকেও তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন।

তাসনিম জারার ভাষ্য, “জনগণ পরিবর্তন চায়। তারা আর পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত মানতে রাজি নয়। এই পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই আমি দলের বাইরে এসে স্বতন্ত্রভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি।”

“এই কাঠামোতে জবাবদিহি দুর্বল, পরিবর্তন জরুরি”
গত ১৩ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত সিটিজেনম প্ল্যাটফর্মের ‘জাতীয় নির্বাচন-২০২৬ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক আলোচনায় তাসনিম জারা এসব মন্তব্য করেন।

তিনি বলেন, “দেশের বিদ্যমান রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোতে জবাবদিহির বিষয়টি অত্যন্ত দুর্বল। সবখানে জটিলতা। অনেক সময় দেখা যায়—যার কাছে কেউ জবাবদিহি করবে, সেই আবার তার নিয়োগদাতা। এটা একটা গভীর সংকট।”

তাসনিম জারা মনে করেন, “দীর্ঘদিন ধরে যেসব কাঠামোগত সংস্কারের কথা বলা হচ্ছে, তা নিয়ে ধারাবাহিক আলোচনা ও চাপ বজায় রাখা জরুরি। একই সঙ্গে যাঁরা ক্ষমতায় থাকবেন, তাঁদের জবাবদিহির ব্যবস্থাও নিশ্চিত করতে হবে।”

স্বতন্ত্র প্রার্থিতা ঘোষণা হয়েছিল গত ডিসেম্বরেই
২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুরুতে এনসিপির মনোনীত প্রার্থী হিসেবে ঢাকা-৯ (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা) আসনে নির্বাচনী কার্যক্রম শুরু করেন ডা. তাসনিম জারা। কিন্তু ২০২৫ সালের ২৭ ডিসেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি জানান, দলের মনোনয়ন ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এনসিপির পক্ষ থেকে এই আসনে এখন প্রতিদ্বন্দ্বিতা করছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জাবেদ মিয়া রাসিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *