আসন ভাগাভাগি নিয়ে জামায়াত জোটের সংবাদ সম্মেলন কাল, থাকছে না ইসলামী আন্দোলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশ জামায়াতে ইসলামী (Bangladesh Jamaat-e-Islami), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) (National Citizen Party – NCP), ইসলামী আন্দোলন বাংলাদেশ (Islami Andolon Bangladesh)সহ ১১-দলীয় জোটে আসন সমঝোতা নিয়ে দেখা দিয়েছে জটিলতা। আজ বুধবার (১৪ জানুয়ারি) আসন বণ্টন নিয়ে এক আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা থাকলেও, ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই সংবাদ সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

দলটির যুগ্ম মহাসচিব শেখ ফজলে বারী মাসুদ জানিয়েছেন, মঙ্গলবার রাতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে তারা চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়েছেন। এই সিদ্ধান্ত আজ বা আগামীকাল দলটির আমির পীর সাহেব চরমোনাই নিজেই একটি পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবেন।

তিনি বলেন, “আগামীকাল জামায়াতসহ অন্যরা সংবাদ সম্মেলন করবে কি না, সে বিষয়ে আমি অবগত নই। তবে আমরা আমাদের সিদ্ধান্ত নিজেদের মতো করেই প্রকাশ করব।”

অন্যদিকে, ১১-দলীয় জোটের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি (Jatiyo Ganotantrik Party – JAGPA)–র মুখপাত্র রাশেদ প্রধান মঙ্গলবার দিবাগত রাত ১টায় এক ফেসবুক পোস্টে জানান, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে, বহুল প্রতীক্ষিত ১১ দলের চূড়ান্ত আসন তালিকা ঘোষণা করা হবে ১৪ জানুয়ারি ২০২৬, বুধবার বিকেল ৪:৩০টায়, ইনশাআল্লাহ।”

জোটের প্রাথমিক আলোচনা অনুযায়ী, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীক নিয়ে ৪৫টি আসনে এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা কলি প্রতীক নিয়ে ৩০টি আসনে প্রার্থী দেওয়ার কথা রয়েছে। এছাড়া, বাংলাদেশ খেলাফত মজলিস ১৫টি, ইসলামী ঐক্যজোট ৬টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৬টি, এবি পার্টি ২টি, বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি (বিডিপি) ২টি এবং খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি ও জাগপা একটি করে আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে।

তবে এই প্রাথমিক আসন বণ্টনের হিসাব চূড়ান্ত করতে চেয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার রাতের দীর্ঘ বৈঠকে দলটির ভেতরে কী সিদ্ধান্ত হয়েছে, সেটি স্পষ্ট হবে আমির পীর সাহেব চরমোনাইয়ের সংবাদ সম্মেলনের পরই।

এই প্রেক্ষাপটে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ১১-দলীয় জোটের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও আস্থাহীনতার চিত্র আরও স্পষ্ট হয়ে উঠছে। নির্বাচনের আগে জোটের ঐক্য নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *