মাতৃবিয়োগের গভীর শোককে মানবকল্যাণে রূপান্তর করে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবার আগে বলদিয়া’-এর সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম। তিন দিন আগে তিনি মাকে হারান। শোকাহত অবস্থায়ও মায়ের আত্মার মাগফিরাত কামনায় তিনি আয়োজন করেন এক মানবিক ও ব্যতিক্রমী উদ্যোগ।
গত সোমবার সংক্ষিপ্ত পরিসরে একটি দোয়া মাহফিল আয়োজনের পাশাপাশি কোনো আনুষ্ঠানিকতা বা খাবার বিতরণ না করে সাদকায়ে জারিয়া হিসেবে এলাকার উন্নয়নমূলক কাজে অর্থ ব্যয়ের সিদ্ধান্ত নেন। এরই ধারাবাহিকতায় গত ১৩ জানুয়ারি (মঙ্গলবার) মো. সাইফুল ইসলাম নিজের অর্থায়নে এবং সংগঠনের সদস্যদের স্বেচ্ছাশ্রমে বলদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে জনদুর্ভোগ লাঘবে দুটি পুল নির্মাণ করে দেন। দীর্ঘদিন ধরে ওই এলাকার মানুষ চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন বলে জানান স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম বলেন, “বলদিয়া ইউনিয়ন নেছারাবাদ উপজেলার সবচেয়ে বড় ও উন্নয়নবঞ্চিত ইউনিয়ন। প্রয়োজনের তুলনায় সরকারি বরাদ্দ কম থাকায় অনেক উন্নয়ন কাজ করা সম্ভব হয় না। এমন অবস্থায় মো. সাইফুল ইসলাম নিজের মায়ের রুহের মাগফিরাত কামনায় সাদকায়ে জারিয়া হিসেবে দুটি পুল নির্মাণ করে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয় ও ব্যতিক্রমী।”
স্থানীয় বাসিন্দা মো. শরীফ নাজমুল আহসান দুলাল বলেন, “‘সবার আগে বলদিয়া’ সংগঠনের মাধ্যমে গত চার মাস ধরে আমরা নিজেদের অর্থায়ন ও উদ্যোগে এলাকার উন্নয়ন কাজ করে যাচ্ছি। আজ সাইফুল ইসলামের মায়ের রুহের মাগফিরাত কামনায় নির্মিত দুটি পুলসহ মোট ৬১টি পুল নির্মাণ সম্পন্ন হয়েছে। পাশাপাশি সংগঠনের উদ্যোগে কাটাখালী গ্রামে প্রায় দুই হাজার ফুট দৈর্ঘ্যের একটি রাস্তা নির্মাণ করা হয়েছে।”
এ বিষয়ে মো. সাইফুল ইসলাম বলেন, “আমার মা আমাকে মানুষের পাশে দাঁড়াতে শিখিয়েছেন। তাঁর স্মৃতিকে সম্মান জানাতেই এই কাজ করেছি। সবাই আমার মায়ের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করবেন।”
স্থানীয়দের মতে, ব্যক্তিগত শোককে শক্তিতে রূপান্তর করে জনকল্যাণমূলক কাজে আত্মনিয়োগ করা সত্যিই অনুকরণীয় ও প্রশংসার দাবিদার।
উল্লেখ্য, নেছারাবাদ উপজেলার বৃহৎ বলদিয়া ইউনিয়নের অবহেলিত এলাকাগুলোতে রাস্তা ও পুল নির্মাণে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবার আগে বলদিয়া’।
নিজেদের অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে তারা প্রতি সপ্তাহের শুক্রবার এবং বিশেষ দিনে গ্রাম উন্নয়নে ধারাবাহিক কর্মযজ্ঞ পরিচালনা করছে। এ পর্যন্ত সংগঠনটি ৬১টি পুল ও একাধিক সড়ক নির্মাণ সম্পন্ন করেছে।


