বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে সরকারিভাবে ‘গানম্যান’ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে তাঁর বাসভবনে সার্বক্ষণিক নিরাপত্তার জন্য পোশাকধারী সশস্ত্র পুলিশ মোতায়েন করতে পুলিশ সদর দপ্তরকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-২ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের ওপর উচ্চমাত্রার নিরাপত্তা ঝুঁকি বা হুমকি বিদ্যমান রয়েছে। এই ঝুঁকি বিবেচনায় তাঁর ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে গানম্যান নিয়োগ এবং বাসভবনের সুরক্ষায় পোশাকধারী সশস্ত্র পুলিশ মোতায়েন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো।’
সরকারের গানম্যান প্রত্যাখ্যান করে যা বললেন সাদিক কায়েম
সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী গুলিবর্ষণে নিহত হওয়ার পর রাজনৈতিক নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের নিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। এর প্রেক্ষিতে গত ১৪ ডিসেম্বর সরকার ঝুঁকিপূর্ণ প্রার্থীদের সরকারি নিরাপত্তা ও গানম্যান দেওয়ার সিদ্ধান্ত নেয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ২০ জন শীর্ষস্থানীয় রাজনীতিবিদ ও প্রার্থী নিরাপত্তার আবেদন জানিয়েছেন।
মন্ত্রণালয় আরও জানায়, গত ১৭ ডিসেম্বর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে সার্বক্ষণিক গানম্যান ও বাসভবনের নিরাপত্তার আবেদন করা হয়। বিষয়টি যাচাই-বাছাই শেষে এই নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই নিরাপত্তা ব্যবস্থার আওতায় এর আগে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং বিএনপি নেতা মাসুদ অরুণকে সরকারি গানম্যান প্রদান করা হয়েছে।


