বিএনপি (BNP) চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)-এর সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন ১২ দলীয় জোটের নেতারা। আজ বুধবার বিকেলে তারা গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে গিয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, রাজনৈতিক সৌজন্য ও পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবেই এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এতে মূলত পারস্পরিক কুশলাদি বিনিময়, রাজনৈতিক পরিবেশ নিয়ে সংক্ষিপ্ত মতবিনিময় ও আগামীর রাজনৈতিক সমন্বয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
বৈঠকে তারেক রহমান ১২ দলীয় জোটের নেতাদের খোঁজখবর নেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিনিময় করেন দৃষ্টিভঙ্গি। পরিবেশ ছিল সম্পূর্ণ সৌহার্দ্যপূর্ণ।
সাক্ষাৎকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান (Nazrul Islam Khan) উপস্থিত ছিলেন। জোটের পক্ষ থেকে অংশ নেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের (Jamiat Ulema-e-Islam Bangladesh) মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, ইসলামী ঐক্যজোট (Islami Oikya Jote)-এর মহাসচিব মাওলানা আবদুল করিমসহ জোটের একাধিক শীর্ষ নেতা।


