দলের সিদ্ধান্ত উপেক্ষা করে ঢাকা-১৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে রাজধানীর দারুস-সালাম থানা বিএনপির (BNP) আহ্বায়ক এস এ সিদ্দিক সাজুকে। প্রয়াত এস এ খালেকের এই পুত্র দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ হারিয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী (Ruhul Kabir Rizvi) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও দলীয় সিদ্ধান্ত অমান্য করায় সাজুকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।
ঢাকা-১৪ আসনে সানজিদা ইসলাম তুলিকে (Sanjida Islam Tuli) বিএনপির পক্ষ থেকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়। ‘মায়ের ডাক’ সংগঠনের সমন্বয়কারী তুলিকে কেন্দ্র করেই এ আসনে দলের নির্বাচনী প্রস্তুতি চলে। তবে একই আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন সাজু। মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন এবং তা বৈধও ঘোষণা করা হয়।
এরপর, ১৩ জানুয়ারি সাজু ও তার পরিবার তারেক রহমান (Tarique Rahman)-এর সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সময় বিএনপির ভেতর-বাইরের বিভিন্ন মাধ্যমে জানানো হয়েছিল, তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। কিন্তু শেষপর্যন্ত নির্বাচন থেকে না সরে দাঁড়ানোয় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় দল।
দলীয় সূত্র জানায়, প্রার্থিতা প্রত্যাহার না করায় এটি ছিল অবধারিত সিদ্ধান্ত। সাজুর স্বতন্ত্র অবস্থান বিএনপির আনুষ্ঠানিক প্রার্থী তুলির প্রচারণায় দ্বিধা সৃষ্টি করছিল, যা দলের জন্য বিব্রতকর হয়ে উঠছিল।


