জোট নিয়ে নিজেদের অবস্থান জানাতে শুক্রবার সংবাদ সম্মেলন ইসলামী আন্দোলনের

নির্বাচনি সমঝোতা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ (Islami Andolon Bangladesh)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে দলটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

জানা গেছে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে এখনো আনুষ্ঠানিকভাবে যোগ দেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ। যদিও ঐ জোটের আসন বণ্টনে ইসলামী আন্দোলনের জন্য ৪৭টি আসন ফাঁকা রাখা হয়েছে। এমন প্রেক্ষাপটে দলটির এই সংবাদ সম্মেলন রাজনৈতিক অঙ্গনে বাড়তি কৌতূহল তৈরি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *