জামায়াতে ইসলামীর (Jamaat-e-Islami) নেতৃত্বাধীন জোট ২৫৩টি আসনে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এর মধ্যে জামায়াত এককভাবে ১৭৯টি আসনে প্রার্থী দিয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে আসনভিত্তিক এই বিশদ প্রার্থী তালিকা পাঠ করে শোনান জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
ঘোষিত তালিকা অনুযায়ী, জামায়াত যেসব আসনে প্রার্থী দিচ্ছে, তার মধ্যে রয়েছে:
**উত্তরাঞ্চল ও রংপুর বিভাগ
পঞ্চগড়-২; ঠাকুরগাঁও-১, ২, ৩; দিনাজপুর-১, ২, ৩, ৪, ৬; নীলফামারী-১, ২, ৩; লালমনিরহাট-১, ২, ৩; রংপুর-১, ২, ৩, ৫, ৬; কুড়িগ্রাম-৩, ৪; গাইবান্ধা-১, ২, ৩, ৪।
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চল:
জয়পুরহাট-১, ২; বগুড়া-১–৭; চাঁপাইনবাবগঞ্জ-১, ২, ৩; নওগাঁ-১, ২, ৪, ৫, ৬; রাজশাহী-১–৬; নাটোর-১, ২, ৪।
পশ্চিমাঞ্চল ও খুলনা বিভাগ:
সিরাজগঞ্জ-১, ২, ৪, ৫; পাবনা-১–৫; মেহেরপুর-১, ২; কুষ্টিয়া-১, ২, ৩; চুয়াডাঙ্গা-২; ঝিনাইদহ-১–৪; যশোর-১, ২, ৪, ৫, ৬; মাগুরা-১; নড়াইল-১, ২; বাগেরহাট-১–৪; খুলনা-১, ২, ৫, ৬; সাতক্ষীরা-১–৪।
বরিশাল ও দক্ষিণাঞ্চল:
বরগুনা-২; পটুয়াখালী-২; বরিশাল-৪; ঝালকাঠি-১; পিরোজপুর-১, ২।
মধ্যাঞ্চল ও ঢাকা বিভাগ:
টাঙ্গাইল-১, ২, ৪, ৫, ৭, ৮; জামালপুর-২, ৪, ৫; শেরপুর-১, ৩; ময়মনসিংহ-৫, ৬; নেত্রকোণা-৩, ৪, ৫; কিশোরগঞ্জ-২, ৩, ৫; মুন্সিগঞ্জ-৩; ঢাকা-১, ২, ৩, ৬, ৭, ১০, ১২, ১৪, ১৫, ১৬, ১৭; গাজীপুর-৪; নরসিংদী-৪; নারায়ণগঞ্জ-১, ২; রাজবাড়ী-১, ২; ফরিদপুর-১, ৩; মাদারীপুর-৩; গোপালগঞ্জ-১; শরীয়তপুর-২।
সিলেট ও চট্টগ্রাম বিভাগ:
সুনামগঞ্জ-২, ৪, ৫; সিলেট-১, ৩, ৪, ৬; মৌলভীবাজার-১, ২; হবিগঞ্জ-১; ব্রাহ্মণবাড়িয়া-১, ৩, ৪; কুমিল্লা-১, ৩, ৫, ৬, ৮, ৯, ১০, ১১; চাঁদপুর-৩, ৪; ফেনী-১, ৩; নোয়াখালী-৩, ৪, ৫; লক্ষ্মীপুর-২, ৩; চট্টগ্রাম-১, ২, ৩, ৪, ৬, ৭, ১০, ১৫, ১৬; কক্সবাজার-১–৪।
জোটের অন্যান্য শরিকদের জন্য বাকি আসনগুলো বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, এলডিপি, এবি পার্টি, নেজামে ইসলাম পার্টি, বিডিপি এবং আরও কয়েকটি ইসলামী দল রয়েছে। ৪৭টি আসন সংরক্ষিত রাখা হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের (Islami Andolon Bangladesh) জন্য, যারা এখনো জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেয়নি। ইসলামী আন্দোলন শেষ পর্যন্ত জোটে যদি না দিলে এই ৪৭ আসনের কিছু আসনে দেখা যাবে জামায়াতের প্রার্থী।
এই প্রার্থী তালিকা প্রকাশের মধ্য দিয়ে এ জোট নির্বাচনি প্রস্তুতির একটি বড় পদক্ষেপ সম্পন্ন করলো বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।


