১১ দলীয় নির্বাচনী জোটে শরিক বাংলাদেশ খেলাফত মজলিস (Bangladesh Khelafat Majlish) প্রার্থী তালিকা নিয়ে সম্প্রতি যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, তা দূর করেছে দলটি। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মধ্যরাতে দলের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ এক বিবৃতিতে বলেন, এখন পর্যন্ত ১৬টি আসনে প্রার্থিতা চূড়ান্ত হয়েছে এবং তিনটি আসনে উন্মুক্ত প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চূড়ান্ত হওয়া ১৬টি আসনের প্রার্থী ও এলাকা
– ঢাকা-১৩: মাওলানা মুহাম্মাদ মামুনুল হক
– ফরিদপুর-২: মাওলানা আকরাম আলী
– মানিকগঞ্জ-৩: মাওলানা সাইদ নূর
– শরিয়তপুর-১: মাওলানা জালালুদ্দিন আহমাদ
– কিশোরগঞ্জ-৬: মাওলানা আতাউল্লাহ আমীন
– মাদারীপুর-২: মাওলানা আব্দুস সোবহান
– নরসিংদী-৩: মাওলানা রাকীবুল ইসলাম
– গাজীপুর-৩: মাওলানা এহসানুল হক
– গোপালগঞ্জ-২: মাওলানা শোয়াইব ইব্রাহিম
– ময়মনসিংহ-২: মাওলানা মোহাম্মদুল্লাহ
– নেত্রকোণা-১: মুহাম্মাদ গোলাম রাব্বানী
– চট্টগ্রাম-৫: মাওলানা নাসির উদ্দিন মুনির
– ব্রাহ্মণবাড়িয়া-৫: মাওলানা আমজাদ হুসাইন আশরাফী
– চাঁদপুর-১: মাওলানা আনিসুর রহমান কাসেমী
– সিরাজগঞ্জ-৩: মাওলানা আব্দুর রউফ
– রাঙামাটি:** মাওলানা আবু বকর
উন্মুক্তভাবে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নেওয়া তিনটি আসন:
– সুনামগঞ্জ-৩: অ্যাডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী
– কিশোরগঞ্জ-১: মাওলানা হেদায়েতুল্লাহ হাদী
– ফরিদপুর-৪: মাওলানা মিজানুর রহমান মোল্লা
এখনও অমিমাংসিত কিছু আসন:
– সিলেট-৩: মাওলানা মুসলেহ উদ্দিন আহমদ রাজু
– মৌলভীবাজার-৪: মাওলানা নূরে আলম হামিদী
– ফরিদপুর-১: মুফতি শরাফাত হোসাইন
– ময়মনসিংহ-১: মাওলানা তাজুল ইসলাম
– মাদারীপুর-১: মাওলানা হানজালা
হাসান জুনাইদ জানান, কিছু আসন নিয়ে এখনো আলোচনা চলছে এবং প্রয়োজন অনুযায়ী সেগুলোর চূড়ান্ত সিদ্ধান্ত সময়মতো জানানো হবে। উল্লেখ্য এর আগে জামায়াতের সংবাদ সম্মেলনের সময় খবর বের হয় জোট থেকে ২০ টি আসন পেয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস, তবে সে সময় ১৫ টি আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করা হয়।


