চট্টগ্রাম-২: ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকরা

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সরওয়ার আলমগীর (Sarwar Alamgir)–এর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একঝাঁক সংগঠক। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে ফুলের মালা দিয়ে তাদের বরণ করে নেন সরওয়ার আলমগীর।

চট্টগ্রাম মহানগর এবং উত্তর জেলার সাবেক ও বর্তমান সংগঠকরা এ দলে যোগ দেন। ছাত্রদলের সঙ্গে আনুষ্ঠানিক যাত্রা শুরু করা সংগঠকদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম মহানগর শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রিদুয়ান সিদ্দিকী, চট্টগ্রাম উত্তর জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মুজিবুর রহমান, সদস্য মো. আদনান, মো. মারুফ, মো. মাসুদ, মো. জিয়া উদ্দিন, সামির সিদ্দিকী এবং মো. রিয়াদ।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি প্রার্থী সরওয়ার আলমগীর। তিনি নবাগতদের অভিনন্দন জানিয়ে বলেন, তরুণদের সক্রিয় অংশগ্রহণই ভবিষ্যতে রাজনীতিকে সুসংগঠিত করবে।

নবাগতদের পক্ষ থেকে বক্তব্য দেন রিদুয়ান সিদ্দিকী। তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (Ziaur Rahman) বীর উত্তম এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী ছিলেন। আজ যখন দেশের গণতন্ত্র হুমকির মুখে, তখন বিএনপির ভূমিকাই সর্বাগ্রে। এ কারণেই আমরা ছাত্রদলে যোগ দিয়েছি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিন উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন মুন্না।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সদস্য নাজিম উদ্দীন শাহীন, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন ও ছাত্রনেতা গিয়াস উদ্দিন মামুন।

এই যোগদানের মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনে বিএনপির ছাত্র সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *