কুমিল্লা–৬ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা হাজি আমিনুর রশীদ ইয়াছিন মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর সঙ্গে বৈঠকের পর তিনি এ সিদ্ধান্ত নেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
একই সঙ্গে তাকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা দক্ষিণ জেলার ছয়টি সংসদীয় আসনের নির্বাচনি সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুমিল্লা–৫, ৬, ৮, ৯, ১০ ও ১১ আসনে দলীয় নির্বাচনি কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালন করবেন হাজি আমিনুর রশীদ ইয়াছিন। দল আশা প্রকাশ করেছে, তিনি নিষ্ঠার সঙ্গে এ দায়িত্ব পালন করবেন।
এদিকে, তারেক রহমানের সঙ্গে হাজি আমিনুর রশীদ ইয়াছিনের বৈঠকের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই বৈঠকে কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিবসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নেতারা মনে করছেন, হাজি আমিনুর রশীদ ইয়াছিনের নেতৃত্বে জেলার ছয়টি আসনে বিএনপির নির্বাচনি কার্যক্রম আরও গতিশীল হবে এবং ‘ধানের শীষ’-এর বিজয় নিশ্চিত হবে।


