তেলের টাকা চাওয়ায় পাম্পকর্মীকে গাড়িচাপায় হ ‘ত্যা, সাবেক বিএনপি নেতাসহ গ্রেপ্তার ২

রাজবাড়ীতে তেলের টাকা চাইতে যাওয়ায় পাম্পের শ্রমিককে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগে বিএনপি নেতাসহ ২ জনকে আটক করেছে পুলিশ। সিসিটিভির ভিডিওর ভিত্তিতে পুলিশ বলছে, তেলের টাকা না দিয়ে যাওয়ার সময় গাড়ির সামনে দাঁড়ালে পাম্পের কর্মীকে গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়।
নিহত ব্যক্তির নাম রিপন সাহা (৩২) সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সাহাপাড়া এলাকার পবিত্র সাহার ছেলে। তিনি গোয়ালন্দ মোড় এলাকায় ‘করিম ফিলিং স্টেশনে’ কাজ করতেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) ভো‌রে ওই ফিলিং স্টেশনের সামনে গাড়িচাপা দেওয়া হয় তাকে।

জানা গেছে, একটি কালো জিপ গাড়ি যার নাম্বার ঢাকা মেট্রো- ঘ ১৩-৩৪৭৬ চালক এসে ৫ হাজার টাকার তেল নেন। টাকা না দিয়ে চলে যেতে গেলে রিপন গাড়ির সামনে গিয়ে বাধা দিলে তাকে চাপা দিয়ে চলে যায় গাড়িটি। এতে ঘটনাস্থলেই তার মাথা থেতলে মৃত্যু হয় রিপনের।

পাম্পের সিসিটিভি ফুটেজ দেখা যায়, রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি ও ঠিকাদার আবুল হাসেম সুজন গাড়িতে তেল নিচ্ছেন। পরে টাকা না দিয়ে চলে যান তিনি। এ সময় পাম্প কর্মচারী রিপন দৌড়ে গাড়ির সামনে দিকে চলে যান।

রাজবাড়ী সদর থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান জানান, এ ঘটনায় সুজন ও তার গাড়িচালক কামালকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে সুজনের কালো রঙের টয়োটা ক্লুগার (এসইউভি) গাড়িটিও।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *