গাইবান্ধা-৩ (পলাশবাড়ি-সাদুল্লাপুর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আজিজার রহমান অজ্ঞান পার্টির ফাঁদে পড়েছেন। তাকে রংপুরের মডার্ন মোড় থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানা পুলিশ আজিজার রহমানকে উদ্ধার করে।
পুলিশ জানায়, আজিজার রহমান ‘পিংকি এন্টারপ্রাইজ’ পরিবহনের একটি বাসে করে ঢাকা থেকে গাইবান্ধার উদ্দেশে রওনা হন। পথে অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে তাকে একটি ডিম খাওয়ায়। কিছুক্ষণের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং জ্ঞান হারান।
এরপর অজ্ঞান পার্টির সদস্যরা বাস থামিয়ে রংপুরের মডার্ন মোড় এলাকায় তাকে নামিয়ে দিয়ে তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা আজিজার রহমানকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, “শুক্রবার সন্ধ্যায় মডার্ন মোড়ে অচেতন অবস্থায় পড়ে থাকা একজন মানুষ দেখতে পেয়ে পুলিশ সেখানে যায় এবং পরে তার পরিচয় শনাক্ত করা হয়। তাকে উদ্ধার করে থানায় আনা হয়েছে।”
পরবর্তী জিজ্ঞাসাবাদে আজিজার রহমান জানান, তার মনোনয়নপত্র বাতিল হওয়ার পর আপিল শুনানিতে অংশ নিতে তিনি ঢাকায় গিয়েছিলেন। সেখান থেকে মনোনয়ন ফিরে পেয়ে বৃহস্পতিবার রাতে বাসে করে গাইবান্ধার উদ্দেশে রওনা হন। পথে এক ব্যক্তি তাকে ডিম খাওয়ান। এরপর তিনি আর কিছু মনে করতে পারেননি।
ওসি আরও জানান, আজিজার রহমানকে থানায় প্রাথমিক চিকিৎসা ও জিজ্ঞাসাবাদ শেষে সাদুল্লাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। কারণ, তার নিখোঁজের ঘটনায় সাদুল্লাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।


