কৌশলের নামে নেতা–কর্মীরা কখনো গুপ্ত বেশ ধারণ করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার দুপুরে চীন–মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম, খুনের শিকার হওয়া পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
গুম, খুনের শিকার হওয়া পরিবারের সদস্যদের বক্তব্য শোনেন তারেক রহমান। তাদের প্রতি সমবেদনা জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘আগামীতে এই পারিবারগুলোর পাশে থাকবে বিএনপি।’
দলের নেতা–কর্মীদের সাহসিকতা ও আন্দোলনের ইতিহাসের কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘কৌশলের নামে গুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির নেতা–কর্মীরা।’ এ সময় নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করছে না বলেও অভিযোগ করেন বিএনপির চেয়ারম্যান।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরে তারেক রহমান বলেন, ‘কেউ কেউ বিভিন্ন পরিস্থিতি তৈরি করে বিতর্ক তৈরির চেষ্টা করছে যেন গণতন্ত্রের পথ বাধাগ্রস্ত হয়।’


