জামায়াতের জোট থেকে বের হয়ে একক নির্বাচনের ঘোষণায় মিষ্টি খেয়ে শুকরিয়া আদায় ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের

জামায়াত-এনসিপির জোট থেকে বের হয়ে একক নির্বাচনের ঘোষণায় দেওয়ায় মিষ্টি খেয়ে শুকরিয়া আদায় করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা।

শনিবার (১৭ জানুয়ারী) সন্ধ্যায় কিশোরগঞ্জের কটিয়াদী বাসস্ট্যান্ড দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মিষ্টি খেয়ে শুকরিয়া আদায় করে নেতাকর্মীরা। এ সময় উপজেলা, পৌর শাখা ও বিভিন্ন ইউনিয়নের ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের কটিয়াদী উপজেলা সভাপতি শুয়েব ভুঁইয়া, সাধারণ সম্পাদক মাওলানা শামীম হাবিবি, সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম আফসারী, ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি মো. শফিকুল ইসলাম, পৌর সভাপতি মিনহাজুল ইসলাম বাবুল সহ অনেকেই উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *