পোস্টাল ব্যালটে পক্ষপাতিত্বসহ নানা অনিয়মের অভিযোগে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবন ঘেরাও করেছে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল। রোববার সকাল সাড়ে ১০টার দিকে নেতা–কর্মীরা জড়ো হয়ে ভবন ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন।
আন্দোলনকারীরা জানান, পোস্টাল ব্যালটসহ নানা অভিযোগ নিয়ে বিক্ষোভ করছেন তারা। তাদের দাবি, ব্যালটে ধানের শীষ প্রতীক এমন জায়গায় রাখা হয়েছে, সেটা পক্ষপাতিত্ব করা হয়েছে। বিক্ষোভরত ছাত্রদলের নেতা–কর্মীরা বলেন, তাদের অভিযোগ মূলত তিনটি।
এগুলো হলো–
পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে।
বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করে।
বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশনের নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত।
সকাল থেকে নির্বাচন কমিশনের সামনে ছাত্রদল শীর্ষ নেতারা অবস্থান নেন। আশপাশেও অবস্থান নিয়েছেন নেতা–কর্মীরা। তারা নানা স্লোগান দিচ্ছেন। ছাত্রদলের নেতা–কর্মীরা বলছেন, কর্মসূচি চলতে থাকবে। আশ্বাস পেলে সরে যাবেন।
ছাত্রদলের কর্মসূচি ঘিরে নিরাপত্তা কার্যক্রম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিন আজ। সকাল ১০টা থেকে শুরু হয়ে শুনানি চলবে বিকেল ৫টা পর্যন্ত।


