ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক আজ—মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী, আগামীকাল বুধবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে। এরপরই শুরু হবে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক যাত্রা।
এবারের সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্র জমা পড়েছে। রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে এর মধ্যে ৭২৩টি মনোনয়নপত্র বাতিল করা হয়। যারা মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি, তাদের জন্য ছিল ইসিতে আপিল করার সুযোগ। সেই প্রক্রিয়ায় মোট ৬৪৫টি আপিল জমা পড়ে।
আপিল শুনানি শেষে ৪১৯ জন প্রার্থী প্রার্থিতা ফিরে পেয়েছেন। অন্যদিকে রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে বৈধ হয়েও আপিলে বাতিল হয়েছেন ৬ জন। আজকের দিন শেষে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা নির্ধারিত হবে এবং আগামীকাল প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে পরবর্তী ধাপ শুরু হবে।
ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ শুরু
এরই মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আসনভিত্তিক চূড়ান্ত ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল সোমবার ইসির উপসচিব মনির হোসেন জানিয়েছেন, কমিশনের অনুমোদনের পর ১৫ জানুয়ারি থেকে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা গেজেট আকারে প্রকাশ শুরু হয়েছে।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, ভোটের অন্তত ২৫ দিন আগে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ বাধ্যতামূলক। ইসি জানিয়েছে, এবার ৩০০টি সংসদীয় আসনে প্রায় ১২ কোটি ৭৭ লাখ ভোটার ভোট দেবেন ৪২ হাজার ৭৬১টি কেন্দ্রে, যেখানে ২ লাখ ৪৫ হাজারেরও বেশি ভোটকক্ষ থাকবে।
প্রথমবারের মতো এবার গেজেটে পোস্টাল ব্যালট গণনার কেন্দ্রগুলোর নাম ও অবস্থানও অন্তর্ভুক্ত করা হয়েছে। একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট হওয়ায়, সুষ্ঠু ও স্বচ্ছ ভোটগ্রহণ নিশ্চিত করতে বাড়ানো হয়েছে প্রতি ভোটকক্ষে সিল দেওয়ার গোপন কক্ষের (মার্কিং প্লেস) সংখ্যা।
সব মিলিয়ে আজকের দিনটি নির্বাচনপূর্ব প্রস্তুতির শেষ ধাপ হিসেবে গণ্য হচ্ছে। কাল প্রতীক বরাদ্দের পরপরই জমে উঠবে প্রচারণার মাঠ।


